বোনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন! জেনে নিন ​বিশেষজ্ঞের মত

বোনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে  জড়িয়েছেন! জেনে নিন ​বিশেষজ্ঞের মত

জীবনের যে কোনও মুহূর্তে ভালোবাসা আসতে পারে, কথাটা আমার ক্ষেত্রে একদম খাটে। এক্ষেত্রে আমি নিজের প্রেম (Love) খুঁজে পেয়েছি নিজের বোনের প্রাক্তন প্রেমিকের মধ্যে। আসলে আমার বোনের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে যায়। আর এই ব্রেকআপ (Breakup) হয় খুব খারাপভাবে। তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের প্রেম কাহিনি। ও আমায় খুব ভালোবাসে।

আমি ওকে বিয়ে করতে চাই। এদিকে আমার বোনের এখন বিয়ে হয়ে গিয়েছে। সে নিজের বিয়ে নিয়ে বেশ খুশি। তবে এখনও আমি নিজের মধ্যে সাহস যুগিয়ে উঠতে পারিনি। আমি বুঝতে পারছি না কী ভাবে ওকে গোটা বিষয়টা জানাব। আসলে ওকে বলার পর ঠিক কী ভাবে রিয়্যাক্ট করবে, এটা বুঝতে পারছি না। হয়তো বোন ভাবতে পারে যে আমার জন্যই ওর সম্পর্ক ভেঙে গিয়েছিল।

আমিই হয়তো ছিলাম যত নষ্টের গোড়া। এর থেকেও একটা জটিল সমস্যা রয়েছে। আসলে আমার বোন ও তাঁর সম্পর্কের কথা বাড়ির লোকও জানত। এমনকী ওর বয়ফ্রেন্ড, অর্থাৎ যাকে আমি এখন ভালোবাসি, তাঁকেও সবাই চেনেন। এবার তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিশ্চয়ই সবাই অন্যভাবে বিষয়টিকে দেখেছেন। এবার পরিবারের লোকই বা কী ভাবে বিষয়টিকে দেখবেন, এটাও বুঝতে পারছি না। ​

বিশেষজ্ঞের জবাব   গেটওয়ে হিলিং-এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর ডা: চাঁদনি তুঘনেত বলেন, আমি বুঝতে পারছি আপনার ঠিক কতটা খারাপ লাগছে। আর এই খারাপ লাগার পিছনে রয়েছে নিজের পরিবার নিয়ে ভয়। বিশেষত, আপনার বোন কী ভাবতে পারেন, এই নিয়ে ভয় একটা রয়েছে নিশ্চয়ই। আপনাদের কথা জানতে পারলে বোনের সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে পারে, এটাও ভয়। এগুলি নিয়ে অবশ্যই চিন্তার অবকাশ রয়েছে।

​সহ্য করা সম্ভব নয়   আপনার বোনের দিকটাও কিন্তু ভাবতে হবে। আসলে আপনি আগেই বলেছেন যে, সম্পর্কে থাকা মানুষটির সঙ্গে খুব খারাপভাবে ব্রেকআপ হয় বোনের। এবার খারাপ ব্যবহার করা মানুষকে কোনও ব্যক্তি পছন্দ করেন না। তবে আপনারা যদি ঠিক করে নিয়েই থাকেন যে একসঙ্গে থাকবেন, তবে সকলের সামনে গোটা বিষয়টি আনতে হবে। এমনকী নিজের বোনকেও (Sister) বলে দিন বিষয়টা। ​

সব খুলে বলুন  খারাপভাবে আপনার বোনের ব্রেকআপ হয়েছে। এবার তিনি আপনাদের বিষয়টি জানতে পারলে তুলকালাম বাধতে পারে। তাঁর বিষয়টি মোটেও পছন্দ হবে না। কারণ একটা ব্রেকআপ (Breakup) থেকে থেকে বেরিয়ে আসা কোনও সহজ কাজ নয়। এবার সেই সম্পর্কে থেকে বেরিয়ে আসার পর যদি নিজের বোনই সেই মানুষটির সঙ্গে জড়িয়ে যান, তবে মনের বেদনা আরও গভীর হয়। কিন্তু ভয় পেলে চলবে না কোনওমতেই। বরং নিজেকে একটু গুছিয়ে নিন। ভেবে রাখুন কী ভাবে শুরু করবেন, কী কী বলবেন ইত্যাদি বিষয়গুলি। ​

রাগ করতে পারেন   আপনার বোন গোটা বিষয়টি জানার পর মেজাজ একেবারে সপ্তমে তুলতে পারেন। তিনি সারা বাড়ি চিল্লিয়ে বেরাতে পারেন। এমনকী বাড়ির সকলকেই জানাতে পারেন ঘটনা। তবে এরপরও খুব রাগ করা যাবে না। এমনকী মুখ ফসকেও খারাপ কথা বলতে যাবেন না। বরং শান্ত মাথায় সব পরিস্থিতি সামাল দিতে হবে। তবেই ভালো থাকা সম্ভব। এমনকী সম্পর্কও থাকবে ভালো। ​

সময় লাগবে   আজ বললেই কাল সমস্যা দূর হয়ে যাবে না। বরং একটু সময় দিতে হবে। কারণ আপনার পরিবার ও বোন গোটা বিষয়টিকে ঠিকমতো দেখবেন না। এমনকী এই মানুষগুলির কাছ থেকে যে প্রতিবাদ আসবে, এটাও ঠিক। তবে সবকিছু আগে থেকে ভালো করে গুছিয়ে নিতে পারেন। আপনি যখন সত্যিই এই কথাটা বলতে চলেছেন, তখন ভালোভাবে বলুন। আর সবেথেক বড় কথা এই গোটা কথাটা পরিবারের সামনে বলার সময় ওই মানুষটিকেও সঙ্গে নিতে পারেন।