মেঘলা ভাব কাটিয়ে রাজ্যে ফিরছে কি ঠান্ডা ? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

মেঘলা ভাব কেটেছে। আকাশ পরিষ্কার। উত্তুরে হাওয়া বিনা বাধা ঢুকতেই রাজ্যে ফিরছে ঠান্ডা। বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যার জেরে শীত-শীত ভাব অনুভূত হয়েছিল। শুক্রবারও সেটা বজায় রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আগামী কয়েক দিন এ রকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃহস্পতিবারের মতো রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এখনও তা যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজ্যে। শুক্রবারও হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকেই দক্ষিণ আন্দামান সাগরের উপরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে৷ যা ক্রমশ শক্তিশালী হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওড়িশা উপকূলে পৌঁছবে৷ এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে৷ এমন কি, ভরা শীতের মরশুমে ফের বৃষ্টির ভোগান্তিও হতে পারে৷
এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷রবিবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা ১৮ ডিগ্রির নীচে নামতে পারে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে৷ পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে, ফলে সেখানে শীতের অনুভূতি কিছুটা বেশিই হচ্ছে৷ উত্তরবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট শুরু হয়েছে৷
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী৷ কিন্তু আজও দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে আগামিকাল থেকেই আকাশ পরিষ্কার হবে, তাপমাত্রাও কমবে৷ এই মুহূর্তে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ পথে কোনও বাধা নেই৷ কিন্তু দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে উত্তর বঙ্গোপসাগরের উপরে কী প্রভাব পড়ে, রাজ্যেও বৃষ্টির আশঙ্কা থাকবে কি না, তা জানতে নিম্নচাপটির গতিপ্রকৃতির উপরে নজর রাখছে আবহাওয়া দফতর৷ I