দিল্লিতে এলোপাথাড়ি গুলি, ইজরায়েলি দূতাবাসে হাই অ্যালার্ট

ফের অশান্ত রাজধানী দিল্লি (Delhi)। সূত্রের দাবি, শনিবার সন্ধ্যায় প্রকাশ্যেই অন্তত ১০ রাউন্ড গুলি চলে। প্রাথমিকভাবে এই ঘটনায় কমপক্ষে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লিতে। এদিকে, হঠাৎ করেই দিল্লির ইজরায়েলি দূতাবাসের (Israel Embassy) নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে শোনা যাচ্ছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
সূত্রের দাবি, দূতাবাসে হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দাদের হাতে নাকি তেমনই তথ্য এসে পৌঁছেছে।শনিবার সন্ধ্যায় হঠাৎই তৎপরতা বাড়ে দিল্লি পুলিশের। কিছুক্ষণ পর জানা যায়, পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকায় গুলি চলেছে। কে বা কারা গুলি চালিয়েছে, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও গুলিতে দুজন জখম হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। সেখানে পুলিশের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও কেউ জখম হয়েছেন কিনা, সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে পাকড়াও করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
এদিকে, অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, Israel embassy in Delhi দিল্লির ইজরায়েলি দূতাবাসে জঙ্গি হামলা চালানো হতে পারে! আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলা চালানো হতে পারে। শনিবার লন্ডনর একটি টিভি চ্য়ানেলে এই সংক্রান্ত খবর সম্প্রচার করা হয়। সূত্রের দাবি, ইরানের কোনও জঙ্গি সংগঠন দিল্লির ইজরায়েলি দূতাবাসে হামলার ছক কষেছে।
এই খবর জানার পরই তৎপরতা বেড়েছে দিল্লি পুলিশ ও প্রশাসনের। ইতিমধ্যেই দূতাবাসের আশপাশে নিরাপত্তা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নাকাতল্লাশিও করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও দিল্লিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। গত বছর ইজরায়েলি দূতাবাসের ঠিক বাইরেই বিস্ফোরণ হয়। তাতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সেই হামলার পিছনেও ইরানের কোনও জঙ্গিগোষ্ঠীর হাত ছিল বলে দাবি সূত্রের। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি চিঠি উদ্ধার করা হয়। তাতে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূতকে খুনের হুমকি দেওয়া হয়। এছাড়াও, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে জঙ্গি হামলার শিকার হন ইজরায়েলের দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। সেই হামলার পিছনেও ইরানের জঙ্গিদেরই হাত ছিল বলে অভিযোগ।
এদিকে, গত বৃহস্পতিবার ইজরায়েলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারাতে হয় তিনজনকে। জখম হন আরও নয়জন। প্যালেস্তাইনের একটি জঙ্গিগোষ্ঠী সেই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম। এই ঘটনাও চিন্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ ও প্রশাসনের। তারা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। এমন একটি প্রেক্ষাপটে দিল্লিতে গুলিচালনার ঘটনায় ঘটায় দুশ্চিন্তা বাড়ছে।