ঝেঁপে নামবে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা?

ঝেঁপে নামবে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা?

খাতায় কলমে বর্ষাকাল। কিন্তু, দক্ষিণবঙ্গে বৃষ্টি কোথায়? মরশুমের শুরু থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু, দক্ষিণবঙ্গ বৃষ্টি পেয়েছে ছিটেফোঁটা। কোনও নিম্নচাপ তৈরি না হওয়া এর নেপথ্যে বড় কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।  এই বছর দক্ষিণবঙ্গে প্রবেশের পর থেকেই দুর্বল মৌসুমী বায়ু। তার উপর নতুন করে কোনও নিম্নচাপও তৈরি হয়নি।

সবমিলিয়ে সেভাবে ভারী বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। এই বছরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৯ শতাংশ। একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল তখন ভিজছে উত্তরবঙ্গ। সেখানে চলতি বছর সময়ের আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু এবং জুলাইয়ের শুরু থেকেই ভারী বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃ্ষ্টিপাত হয়েছে।

বৃষ্টির ঘাটতি রয়েছে কলকাতাতেও। সেখানে ঘাটতির পরিমাণ ৫৩ শতাংশ। দক্ষিণবঙ্গে জুন মাসে বৃষ্টিপাত হয়েছে ১১৫ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ২৮৩ মিলিমিটার। এর আগেও বেশ কয়েক বছর দক্ষিণবঙ্গ স্বাভাবিক বৃষ্টিপাত পায়নি। এরমধ্যে ২০১৯ সালে বৃষ্টিপাত হয়েছিল ৯১.৫ মিলিমিটার, ২০০৯ তে ৯৮.১ মিলিমিটার, ২০০৬ সালে বৃষ্টি হয়েছিল ১১৯.৬ মিলিমিটার।  

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে বর্ষা শুরুতে কোন নিম্নচাপ তৈরি হয়নি, যা মৌসুমী বায়ুকে প্রভাবিত করবে। ফলে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য এখনও অধরাই।  তিলোত্তমায় এদিন ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার।

এদিন কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।