নামবে বৃষ্টি , জানাল হাওয়া অফিস

নামবে বৃষ্টি , জানাল হাওয়া অফিস

আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক হিট ওয়েভের (Heat Wave) সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে, বীরভূমে সিভিয়ার তাপপ্রবাহের পূর্বাভাস। তার মধ্যে আজ ও আগামিকাল সিভিয়ার হিট ওয়েভের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। আগামিকাল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা। 

বৃহস্পতিবার ২০ এপ্রিল দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবার একুশে এপ্রিল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনিবার ঈদের দিন (Eid 2023) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

সেক্ষেত্রে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে কোথাও মেঘলা বা কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বিক্ষিপ্তভাবে আরও দু-এক জায়গায় হতে পারে হালকা বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিঙে আগামিকাল থেকেই হতে পারে হাওয়া বদল।

যার জেরে দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়ছে হাওয়া অফিস।শুক্রবার একুশে এপ্রিলও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।