জেএনইউ-এর দেওয়াল জুড়ে বামপন্থী দুষ্কৃতী দের ব্রাহ্মণ ভারত ছাড়ো স্লোগান

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিতর্কিত স্লোগান৷ আর সেই স্লোগান ঘিরেই তুলকালাম শুরু হল বিশ্ববিদ্যাবলয় ক্যাম্পাসে৷ ব্রাহ্মণ-সহ একাধিক সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক স্লোগান লেখা হয়েছে জেএনইউ ক্যাম্পাসে৷ অভিযোগ স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২-এর ভবনের দেওয়ালে এই স্লোগান লিখেছে একদল বামপন্থী দুষ্কৃতী৷
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই জাতীয় স্লোগান লেখার ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘ঘটনার গভীরতা বুঝে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর শান্তিশ্রী ডি পণ্ডিত৷ বিচ্ছিন্নতাবাদী চেতনার এমন প্রকাশের ঘটনার তীব্র বিরোধিতা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না৷
মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় সকলের৷’’ ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন ও গ্রিভেন্স কমিটিকে এই বিষয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে৷ তাঁরা যত দ্রুত সম্ভব একটি রিপোর্ট উপাচার্যের কাছে জমা করবেন৷ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, সেটিতে দেখা যাচ্ছে, দেওয়াল লেখা রয়েছে, ‘রক্ত বইবে’, ‘ব্রাহ্মণরা ভারত ছাড়ো’, ‘ব্রাহ্মণরা ক্যাম্পাস ছাড়ো’, ‘ব্রাহ্মণ ও বেনেরা, আমরা আপনাদের জন্য আসছি’৷
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় একাত্মতায় বিশ্বাসী, বিচ্ছিন্নতায় নয়৷ এই ধরনের হিংসাত্মক কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ্য করতে চান না৷ এর মধ্যে ঘটনা নিয়ে একটি ট্যুইট করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের সমর্থনে তৈরি সংগঠন৷ তাঁরা ঘটনায় দায় চাপিয়েছে বামপন্থী সংগঠনগুলির উপরে৷