আড়াই ফুটের শিবলিঙ্গ ঘিরে চাঞ্চল্য জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়!

মাটির তলা থেকে বেরিয়ে এল আড়াই ফুট লম্বা শিবলিঙ্গ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়! জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় এসজেডিএ এর পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ চলছিলো। ঠিক সে সময় আর্থ মুভার দিয়ে মাটি খনন করার সময় পাওয়া গেলো একটি শিব লিঙ্গ।
আর এরপরেই শুরু হয় মানুষের আনাগোনা। জানা গেছে প্রায় আড়াই ফুট লম্বা এবং চওড়া প্রায় ২ ফুট । শিব লিঙ্গের ওজন প্রায় এক কুইন্টাল ২০ কেজি। এদিন এই শিব লিঙ্গের পাশাপাশি একটি ঘন্টাও উঠে আসে। এদিন শিবলিঙ্গের পাশাপাশি একটি ঘণ্টাও পাওয়া যায় মাটির তলা থেকে।
মাটির তলা থেকে মিলেছে শিবলিঙ্গ, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়। শিবলিঙ্গটি পরিষ্কার করে শুরু হয় পুজো । জল্পেশ মন্দির ট্রাষ্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব জানান, মাটির নীচ থেকে মুর্তি উদ্ধার শুভ লক্ষণ বলে মনে করেন তারা। মূর্তিটি জল্পেশ মন্দিরের মধ্যেই স্থাপন করা হবে বলে জানান তিনি।