ভিকি নন ভ্যালেন্টাইনস ডে সলমানের সঙ্গেই কাটাবেন ক্যাটরিনা!

ভিকি নন ভ্যালেন্টাইনস ডে সলমানের সঙ্গেই কাটাবেন ক্যাটরিনা!

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে Valentines Day। কিন্তু হ্যাপি কাপলের সেলিব্রেশনে বাধ সাধলেন সলমান খান! এই বিশেষ দিনটা একসঙ্গেই কাটাতে পারবেন না ভিকি-ক্যাটরিনা। সেলিব্রেশন তো অলীক কল্পনা! নেক্সট অবভিয়াস প্রশ্ন, এখানে সলমান খানের কী ভূমিকা? আসছি সেই উত্তরেই। এক কথায় উত্তর Tiger 3। এবার উত্তরটা বিস্তারিতভাবে দিতে গেলে একটু পিছিয়ে যেতে হবে টাইমলাইনে।

২০২১ সালের জানুয়ারি মাসেই দিল্লিতে টাইগার ৩-র শেষ পর্যায়ের শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে কোভিডের থাবায় শ্যুটিং বাতিল করতে হয়। শোনা যাচ্ছে, সেই বাকি থাকা শ্যুটিংই শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে। ১৫ দিনের টানা শ্যুটিং শিডিউল রাখা হয়েছে। প্রোডাকশন ঘনিষ্ঠ এক সূত্রের খবর অনুযায়ী, পরিচালক মনীষ শর্মা (Maneesh Sharma) ছবির কিছু অংশের শ্যুটিং দিল্লির রাস্তায় করতে চান।

এছাড়াও শহরের ঐতিহাসিক কিছু লোকেশনে, যার মধ্যে লাল কেল্লাও আছে, শ্যুট করবেন Salman Khan। তবে কোভিডের সব নিয়ম বিধি মেনেই শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।  জানা গিয়েছে ১২ বা ১৩ ফেব্রুয়ারি দিল্লি উড়ে যাবেন সলমান খান ও ক্যাটরিনা কইফ।

১৪ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে। তবে তার আগে মুম্বইয়ের স্টুডিয়োয় ৫ ফেব্রুয়ারি থেকে টানা কয়েকদিন সলমান খান একা শ্যুট করবেন Tiger 3-র কয়েকটি দৃশ্যের।  Tiger 3-এ সলমান খান ও ক্যাটরিনা কইফ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে (Emraan Hashmi)। তবে অফিশিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

৯ ডিসেম্বর ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কইফ। এতদিন সলমান খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি সোশ্যাল মিডিয়ায় নতুন দম্পতিকে শুভেচ্ছাও জানাননি। অবশেষে মৌনতা ভাঙলেন ভাইজান। তাও আবার বিগ বস ১৫-র গ্র্যান্ড ফিনালের স্টেজে। Bigg Boss 15 grand finale episode-এ মঞ্চে রাখি সায়ন্তের (Rakhi Sawant)-এর পারফর্মমেন্স চলছিল।

আচমকা রাখি গত বছর অর্থাৎ Bigg Boss 14 Winner রুবিনা দিলায়েককে (Rubina Dilaik)-কে ডান্স অফ চ্যালেঞ্জ করেন। ক্যাটরিনার (Katrina Kaif) গান Chikni Chameli-তে জমিয়ে নাচ করেন দুই অভিনেত্রী। তাদের ডান্স দেখে মঞ্চে এসে যোগ দেন সল্লুও। নাচ শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ সলমান (Salman Khan) বলেন- "ক্যাটরিনা শাদি মুবারক হো" (Katrina shaadi mubarak ho) অর্থাৎ "ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা।"