বৃত্তি নিয়ে অক্সফোর্ডে পাড়ি কৌশিক-চূর্ণীর-পুত্র উজান গঙ্গোপাধ্যায়

বৃত্তি নিয়ে অক্সফোর্ডে পাড়ি কৌশিক-চূর্ণীর-পুত্র উজান গঙ্গোপাধ্যায়

এবার জীবন পথের আরেক অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। পাড়ি দিচ্ছেন অক্সফোর্ড। বিশ্ব সাহিত্য নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ পেয়েছেন তিনি। চলতি বছরের অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে উচ্চশিক্ষা লাভের জন্য শহর ছাড়বেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguli) ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly) একমাত্র ছেলে, উজান (Ujaan Ganguly)।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য নিয়ে পড়ার জন্য বিশেষ বৃত্তি পেয়েছেন উজান। তাঁর পড়াশোনার খরচ বহন করবে সেই সংস্থা। নিজের যোগ্যতায় বৃত্তি অর্জন করেও সমস্ত কৃতিত্ব নিজেকে দিতে চান না অভিনেতা। তিনি জানালেন, গত বছর লকডাউনের শুরু থেকেই লেখালেখি শুরু করেছিলেন। রাত জেগে লিখতে হত। সেই সময়ে তাঁর দিদা কয়েক মাসের জন্য তাঁদের সঙ্গে এক বাড়িতে থাকছিলেন। দিদা তাঁর লেখা পড়তেন। নিজের মতামত দিতেন।

তাতে তাঁর লেখায় আরও উন্নতি হয়েছিল বলে দাবি অভিনেতার। তা ছাড়া তিনি যখন লিখতেন, তাঁর পোষ্য জেট তাঁর হাঁটুতে মুখ রেখে ঘুমিয়ে থাকত। তার সান্নিধ্যও সাহায্য করেছে উজানকে। উপরন্তু বাবা ও মা, স্কুল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষিকারা, বন্ধুবান্ধব— সবার হাত ধরেই তিনি আজ সাফল্যের চূড়া দেখতে পেয়েছেন। গত ফেব্রুয়ারি মাসেই এই সুখবর তিনি পেয়েছিলেন, কিন্তু তার পর থেকে তাঁর পরিবারে শোকের ছায়া ঘনিয়ে এসেছিল।

সেই রেশ কাটিয়ে নিজেকে মানসিক ভাবে সুস্থ করে এত দিন বাদে সেই খবর জানালেন নেটমাধ্যমে। প্রিন্সটন, এডিনবরা, একাধিক বিশ্ববিদ্যালয়ে তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু বেছে নিয়েছেন অক্সফোর্ডকেই। বৃত্তি কতটা সাহায়্য করছে জানাতে গিয়ে উজান বললেন, ‘‘হয়তো এই পড়াশোনার খরচ বহন করতে পারতেন বাবা-মা। কিন্তু কষ্ট হত। তাই এই বৃত্তি আমার জন্য আশীর্বাদের মতো। এটা পাওয়ার পরেই আমি বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করি।’’

তবে কি অভিনয় জগতে পা রাখতে না রাখতেই সব ছেড়ে দেবেন? উজানের কথায়, ‘‘সে ভাবে ভাবছি না। পড়াশোনা করতে চেয়েছিলাম। সেটা শেষ করে যদি অভিনয় করতে ইচ্ছে করে, তা হলে আবার কয়েক বছর পরে শুরু করব। আর চলচ্চিত্র জগতের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটছে না। বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হলে আমাকে বিশ্ব চলচ্চিত্র নিয়েও জানতে হবে।

সেখানে গিয়ে আমি আরও জ্ঞান অর্জন করতে পারব।’’ উল্লেখ্য, পাভেল পরিচালিত 'রসগোল্লা' ছবির নায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশেই নজর করেছিলেন গুণী বাবা-মায়ের গুণী পুত্র। ইন্ডাস্ট্রিতে বাবা, মায়ের পরিচয়ে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই পরিচিত হতে শুরু করেছিলেন একটু একটু করে। সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন পড়াশোনা। উইন্ডোজ-এর প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় উজান অভিনীত 'লক্ষ্মী ছেলে'ও এবার মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে এই নতুন বাঁক এল উজানের পথে।