চর্মরোগ ও ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে খেতে থাকুন থানকুনি পাতা

আজবাংলা- আমাদের চারপাশে বিভিন্ন ঔষধি গাছপালা আছে, তার মাঝে থানকুনিপাতা একটি। থানকুনিপাতা সেবনে বিভিন্ন রোগ ভালো হয় এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
থানকুনি পাতার গুণাগুণ ও উপকারিতার শেষ নেই। থানকুনি পাতার রস দুধ, মধু, চিনি বা গুড়ের সাথে মিশিয়ে খেলে সর্দি, কাশি, জ্বর, আমাশয় , ডায়রিয়া ও পেটের ব্যথা ভালো হয়, মুখের ঘা ভাল হয়, চুল পড়া কমে, চুল গজাতে সাহায্য করে।
এছাড়া পেটের সমস্যা দূর করে, স্মরণশক্তি বাড়ে, বুদ্ধি বৃদ্ধি করে, আয়ুবর্ধন করে, চর্মরোগ সারায়, ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনে ও কোনো কাটাছেড়ায় পাতার প্রলেপ লাগালে দ্রুত ভালো হয়। থানকুনি পাতা নিয়মিত যেভাবেই খান না কেনো শরীরকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে।
[ আরও পড়ুন প্রতিদিন কতটুকু লবণ বা নুন গ্রহণ করা উচিত জেনে নিন ]