নদীয়ায় পিকআপভ্যানের সাথে লরির সংঘর্ষে নিহত ৩ জন গুরুতর আহত আট

নদীয়ায় পিকআপভ্যানের সাথে লরির সংঘর্ষে নিহত ৩ জন গুরুতর আহত আট

মলয় দে   কৃষ্ণনগর :- পিকআপ ভ্যানের সঙ্গে  লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ শ্রমিকের।জখম হয়েছেন বাকি ১১ জন শ্রমিক।তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জন শ্রমিককে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার যুগপুরের ফ্লাইওভারের কাছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপভ্যানের আরোহী সব শ্রমিককে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে।সেখানে সামান্য কিছুক্ষণ  চিকিৎসার পরেই মৃত্যু হয় ৩ শ্রমিকের।যদিও পুলিশ বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতদের নাম পরিচয় সঠিকভাবে জানতে পারিনি।তবে তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার আজিমগঞ্জের গোসাই গ্রাম থেকে ওই শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে  হাবরা অশোকনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।যুগপুরের ফ্লাইওভারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতেই মৃত্যু হয় ৩ জন শ্রমিকের।ওই পিকআপভ্যানের আরোহী ছিলেন ১৪ জন। তাদের অধিকাংশের বাড়ি আজিম গঞ্জের গোসাই গ্রামে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।