অনলাইনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট কী ভাবে কাটবেন জেনে নিন

অনলাইনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট কী ভাবে কাটবেন জেনে নিন

ফের অনলাইনে পাওয়া যাবে কলকাতা ডার্বির টিকিট। অবাক হচ্ছেন? এটাই আপাতত সত্যি। মাঠে বসে খেলা দেখার ইচ্ছে থাকলেও যাঁরা প্রথমবার অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাঁদের জন্য খুলে গিয়েছে আরও একটা সুযোগের দরজা। আসলে সোমবার স্বাধীনতা দিবসে ডুরান্ড কাপের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।

সেখানে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ ১৬ অগাস্ট (মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনলাইনে এই কলকাতা ডার্বি ম্যাচের টিকিট কাটা যাবে। তবে এবার টিকিটের সংখ্যা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না। সেক্ষেত্রে যতটা তাড়াতাড়ি সম্ভব এই টিকিট কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

আসুন দেখে নিই কীভাবে কাটা যাবে এই টিকিট: 

প্রথমেই আপনাকে www.bookmyshow.com ওয়েবসাইটে ঢুকতে হবে।

এরপর তিনটে শহরের মধ্যে আপনাকে যে কোনও একটি বেছে নিতে হবে।

তাহলেই আপনার শহরে কোন কোন ম্যাচ রয়েছে, তা বেরিয়ে আসবে।

এরপর আপনার সামনে কোন কোন তারিখে খেলা রয়েছে, তা বেরিয়ে আসবে।

এবার আপনি যেদিন মাঠে যেতে চান, সেই ট্যাবে ক্লিক করুন।

টিকিটের দাম ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত রয়েছে।

আপনি নিজের সুবিধামতো বেছে নিন।

পাশাপাশি আপনার প্রিয় দলের স্ট্যান্ড কোনটা সেটাও আপনাকে দেখিয়ে দেবে।

আপনারা কতজন একসঙ্গে খেলা দেখতে সেটা বেছে নিন।

অবশেষে 'বুক' অপশনে গিয়ে টিকিট কেটে নিন।

এবারের মরশুমে প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে গতবারের বিজয়ী দল FC গোয়া। বিপক্ষে খেলবে গতবারের রানার্স আপ তথা কলকাতা ফুটবলের অন্যতম বড় স্তম্ভ মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচটাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচের আয়োজন করা হবে। এরমধ্যে সাতটা নকআউট ম্যাচ রয়েছে এবং রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ।

 ISL খেলা দলগুলোর মধ্যে রয়েছে এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এবং ওড়িশা এফসি। এছাড়া আই লিগ খেলা ক্লাবগুলো হল মহমেডান স্পোর্টিং, নেরোকা এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, ট্রাউ এফসি এবং দিল্লির সুভেদা এফসি। এছাড়া সার্ভিসেসের হয়ে খেলবে আর্মি গ্রিন, আর্মি রেড, ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান নেভি।