Laxmi Puja | পঞ্জিকা মতে জেনে নিন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজার নির্ঘণ্ট

Laxmi Puja | পঞ্জিকা মতে জেনে নিন  শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজার নির্ঘণ্ট

কোজাগরী (Kojagori) পূর্ণিমায় বাঙালির ঘরে ঘরে পূজিতা হন দেবী লক্ষ্মী। আবার দিপাবলির সময়ও দীপান্বিতা লক্ষ্মী হিসেবে তাঁর আরাধনা করা হয়। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা একদমই অন্যভাবে হয় বাঙালি বাড়িতে। বলা হয় সেইদিন সারারাত জাগতে হয়। সবাই জেগে আছে কিনা সেটা দেখতে আসেন কোজাগরী মা দেবী লক্ষ্মী। কোজাগরী’ শব্দটির উৎপত্তি ‘কো জাগতি’ থেকে।

এর অর্থ, ‘কে জেগে আছ’। বিশ্বাস কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ দান করতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যাঁরা রাত্রি জেগে দেবীর আরাধনা করে দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আগামী ২০ অক্টোবর, বুধবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

পূর্ণিমা তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ২ কার্তিক, মঙ্গলবার।

খ্রিস্টাব্দ– ১৯ অক্টোবর, মঙ্গলবার।

সময়– রাত ৭টা ০৫ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ –

বঙ্গাব্দ– ৩ কার্তিক, বুধবার।

খ্রিস্টাব্দ– ২০ অক্টোবর, বুধবার।

সময়– রাত ৮টা ২৭ মিনিট।

পূর্ণিমার ব্রতোপবাস প্রদোষে (সন্ধ্যা ৫টা ০৪ মিনিট গতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে) শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

পূর্ণিমা তিথি আরম্ভ–

বঙ্গাব্দ– ১ কার্তিক, মঙ্গলবার।

খ্রিস্টাব্দ– ১৯ অক্টোবর, মঙ্গলবার।

সময়– সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট ২১ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ –

বঙ্গাব্দ– ২ কার্তিক, বুধবার।

খ্রিস্টাব্দ– ২০ অক্টোবর, বুধবার।

সময়– রাত ৭টা ৩৬ মিনিট ৩১ সেকেন্ড।

প্রদোষে (সন্ধ্যা ৫টা ০৪ মিনিট ৪৬ সেকেন্ড থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট ০৬ সেকেন্ডের মধ্যে) শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা।