দুর্নীতির অভিযোগে মালদার মানিকচকের প্রাক্তন প্রধান কে গ্রেপ্তার কোরলো পুলিশ

মানিকচক র্নীতির অভিযোগে মানিকচকের প্রাক্তন প্রধান কে গ্রেপ্তার কোরলো পুলিশ ।মালদা জেলার মানিকচক থানা নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরতী সরকার ,সিপিএমের টিকিটে 2013 সালে জয়লাভ করে । পরে প্রধান নির্বাচিত হন নুরপুর গ্রাম পঞ্চায়েতের । পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন তিনি । সেই সময় তাঁর বিরুদ্ধে বাকি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দুর্নীতির অভিযোগ করে ব্লক প্রশাসনকে ।
পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাই করে তৎকালীন বিডিও তার বিরুদ্ধে অভিযোগ করে পুলিশের কাছে 2018 সালে। সেই সময় থেকে সেই মামলা চলছিল আদালতে । কিছুদিন আগেই তার নামে গ্রেপ্তারি পারওয়ানা জারি হয় বেড়াই আদালত থেকে । সেইমতো মানিকচক থানার পুলিশ গতকাল রাতে এই প্রাক্তন প্রধান কে নুরপুর অঞ্চলের লালবাথানি এলাকা থেকে গ্রেফতার করে ।
রবিবার প্রাক্তন প্রধান আরতি সরকারকে মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ । যদিও অরতি সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের সেরকম কিছু জানাতেন না তিনি । অন্যদিকে প্রাক্তন প্রধানের গ্রেপ্তারের পর মানিকচকের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ।