নদীয়ায় ভারত-বাংলাদেশ দু'দেশের মধ্যে স্থলবন্দর স্থাপনের আলোচনার স্তর কাটিয়ে জমি পরিদর্শন

নদীয়ায় ভারত-বাংলাদেশ দু'দেশের মধ্যে স্থলবন্দর স্থাপনের আলোচনার স্তর কাটিয়ে জমি পরিদর্শন

 ভারত-বাংলাদেশ দুই দেশে জন্যই অত্যন্ত সুখবর হতে চলেছে আগামীর জন্য। ভারত-বাংলাদেশ দুই দেশেরই বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে দীর্ঘদিন আলোচিত হয়ে আসছিলো টুঙ্গী সীমান্তে একটি স্থলবন্দর তৈরি করা যায় কিনা তা নিয়ে। আলোচনার টেবিল থেকে, বাস্তবের মাটিতে এসে দাঁড়িয়েছিলো গতকাল।


মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই বিষয়ে  পশ্চিম বঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জ এর ধরমপুর টুঙ্গি সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার  পরিদর্শন করলেন তৌসিফ হোসেন এবং তার সহ পারিষদগণ। উপস্থিত ছিলেন ভারতের বাণিজ্যি মন্ত্রকের কর্মকর্তা এবং দু'দেশের সেনাবাহিনী প্রধান। দীর্ঘ ছয় ঘন্টা ধরে সরোজমিনে তারা খতিয়ে দেখেন জমির ভূপ্রকৃতি, আলোচনা করেন সাধারণ মানুষের সাথেও।

এর আগে দক্ষিণ দিনাজপুরের হিলি এবং উত্তর 24 পরগনা পেট্রাপোল সীমান্ত দিয়ে যাত্রী এবং অন্যান্য বাণিজ্যিক বিষয় আদান-প্রদান চালু রয়েছে দুই দেশের মধ্যে। নতুন করে এই সীমান্ত বন্দর তৈরি হলে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যা বিপুল পরিমাণে কর্মসংস্থান এবং সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে আশা দু'দেশেরই। আশায় বুক বেঁধেছেন দুই দেশের সাধারণ মানুষ।