পাক অধিকৃত কাশ্মীরে মসজিদ চত্বরেই গুলিতে ঝাঁঝরা লস্কর-ই-তইবার কমান্ডার

পাক অধিকৃত কাশ্মীরে মসজিদ চত্বরেই গুলিতে ঝাঁঝরা  লস্কর-ই-তইবার কমান্ডার

 পাক অধিকৃত কাশ্মীরে খুন হলেন জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাশিম। শুক্রবার সন্ধ্যায় রাওয়ালকোটের আল-কুদুস মসজিদ চত্বরে অজ্ঞাতপরিচয় আততায়ীরা রিয়াজকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বলে পাক সংবাদমাধ্যম জানিয়েছে।  কাশ্মীর উপত্যকায় বেশ কয়েকটি জঙ্গি হামলা এবং নাশকতার মামলা রয়েছে রিয়াজের বিরুদ্ধে।

এর মধ্যে অন্যতম গত জানুয়ারিতে ধানগিরি এবং জুনে ধাঙ্গরি এলাকায় নিরাপরাধ গ্রামবাসীদের হত্যা। ধাঙ্গরিতে ভারতীয় সেনার চর সন্দেহে সাত জন গ্রামবাসীকে খুন করেছিল লঙ্কর জঙ্গিরা। অভিযোগ, লস্কর কমান্ডার রিয়াজ সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। আদতে জম্মুর বাসিন্দা রিয়াজ ১৯৯৯ সালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যোগ দিয়েছিলেন পাক জঙ্গি সংগঠনে।

 স্থানীয় সূত্রের খবর, আততায়ীরা মসজিদ চত্বরে অপেক্ষা করছিল। রিয়াজ নমাজ পড়তে মসজিদ চত্বরে ঢুকলে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। চলতি মাসের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ এবং গিলগিট-বালটিস্তান এলাকায় পাকিস্তান বিরোধী আন্দোলন শুরু হয়েছে। সেখানকার অধিবাসীরা পাক সেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে বিক্ষোভ-সমাবেশ করছে। এই আবহে রিয়াজের খুন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। 

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা