তৃণমূলে ছাড়লেন মাথা ন্যাড়া করে ঘাসফুলে আসা ত্রিপুরায় আশিস

তৃণমূলে ছাড়লেন মাথা ন্যাড়া করে ঘাসফুলে আসা ত্রিপুরায় আশিস

ত্রিপুরায় বিধায়ক হিসেবে তিনিই প্রথম বিপ্লব দেবের বিরোধিতা করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ ইস্তফা দিয়েছিলেন বিধায়ক পদ থেকেও৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছেন বিপ্লব দেব৷ এবার বিপ্লব দেবের বিরোধিতা করা সেই আশিস দাস তৃণমূলও ছাড়লেন৷ গত বছর কলকাতায় এসে মাথা মুড়িয়ে আদি গঙ্গায় স্নান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন আশিস৷ বছর ঘুরতে না ঘুরতেই তৃণমূলে মোহভঙ্গ তাঁর৷

আশিস দাসের অবশ্য অভিযোগ, তৃণমূল তাঁকে কাজের সুযোগ দিচ্ছে না বলেই দল ছাড়লেন তিনি৷ প্রাক্তন বিধায়কের আরও ক্ষোভ, 'দলের তরফে কেউ আমার সঙ্গে যোগাযোগই রাখে না৷'  সামনেই ত্রিপুরার চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে৷ আশিস দাস যে কেন্দ্রের বিধায়ক ছিলেন, ভোট হবে সেই সুরমাতেও৷ সূত্রের খবর, নিজের পুরোন কেন্দ্র থেকেই ফের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে পারেন আশিস৷

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু না জানালেও আশিস দাস কংগ্রেস এবং টিপরা মোথা-র সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন বলে খবর৷ প্রসঙ্গত ত্রিপুরার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীপ রায় বর্মনও আরও এক বিধায়ককে নিয়ে সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ যদিও আশিস দাসের অভিযোগ মানতে নারাজ তৃণমূল৷

বরং ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব এবং সুরমা কেন্দ্রের ভোটারদের একাংশেরও অভিযোগ, বিধায়ক থাকাকালীন নিজের কেন্দ্রে কার্যত দেখাই যেত না আশিস দাসকে৷ এখন ফের উপনির্বাচন হওয়ায় নিজে নির্দল হিসেবে লড়াইয়ে নামার আগে তাই যাবতীয় ব্যর্থতার দায় দলের উপরেই চাপানোর চেষ্টা করছেন আশিস দাস৷