জীবনের প্রতিটি মুহূর্তেই বাবা লোকনাথ পাসে থাকেন, তিনিই স্বপ্নপূরণ করেন

জীবনের প্রতিটি মুহূর্তেই বাবা লোকনাথ পাসে থাকেন, তিনিই স্বপ্নপূরণ করেন

আজবাংলা       জীবনে সব থেকে সঙ্কটের মুহূর্তে রক্ষা করেন বাবা লোকনাথ ৷ তিনি সব সময়ের ভরসা জোগান ৷ লোকনাথ ব্রহ্মচারীর দেখানো পথে চললে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে পারে ৷ জীবনের প্রতিটি মুহূর্তেই বাবা লোকনাথ পাসে থাকেন তিনিই স্বপ্নপূরণ করেন ৷ 

বাবা লোকনাথের কৃপায় প্রতিটি দিনই নতুন করে সৃষ্টি হয়ে থাকে ৷ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক ভক্ত ৷ বাবা লোকনাথের উপাসনা ও আরাধনা করেন ৷ চলার পথে অনেক সময়েই অনেক সমস্যা জীবনকে আচ্ছন্ন করে থাকে ৷ বাবা লোকনাথ এমন শক্তি দেন যাতে জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে ৷ 

বাবা প্রতিটি মুহূর্তেই ভক্তদের পরামর্শ দিতেন সৎপথে চলার ৷ সৎ ভাবে জীবন যাপন করার ৷ ভক্তদের বিশ্বাস তিনি রণে, বনে, জলে জঙ্গলে বসবাস করেন তাই যেখানেই মানুষ বিপদে পড়বেন সেখানেই বাবা লোকনাছ রক্ষা করবেন তাঁকে ৷ 

বাবা লোকনাথের কৃপায় সংসার আরও সুখের হয় ৷ তিনি সর্বত্র আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ৷ বাবা লোকনাথ সব সময়েই রক্ষা করে থাকেন ৷ জীবনের বিভিন্ন জটিল থাকা যাবতীয় সমস্যার সমাধান হয় বাবার আশীর্বাদেই ৷ 

বাংলার ঘরে ঘরে বাবার আরাধনা হয়ে থাকে ৷ তিনি ভক্তদের সব সময়েই সৎ জীবন যাপন করার পরামর্শ দিতেন ৷ বাবা লোকনাথের প্রিয় খাবার অমৃতি, মিছরি তিনি মানুষের মনকে মিছরির মত সুন্দর করার আদেশ দিয়েছিলেন ৷ মিছরির মত মিষ্টি স্বভাবের সঙ্গে সঙ্গে ফুলের মত মন জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলবে ৷ জীবনের বিভিন্ন প্রান্তে যখন সমস্যা রাস্তা অবরুদ্ধ করে দাঁড়ায় ঠিক তখনই বাবা লোকনাথকে স্মরণ করলে সমস্যা লাঘব হয়ে থাকে ৷