লটারি কেটে সিভিক ভলেন্টিয়ার থেকে রাতারাতি কোটিপতি

লটারি কেটে সিভিক ভলেন্টিয়ার থেকে রাতারাতি কোটিপতি

সিভিক ভলেন্টিয়ারের কাজ করে মাসে কয়েক হাজার টাকার মাইনে৷ সংসারের হাল ধরতে তাই করতে হল ট্রলি টানার কাজও৷ কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনিই যে কোটিপতি হবেন, তা কল্পনাও করতে পারেননি Paschim Medinipur পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা সুরজিৎ মান্না৷ লটারি জিতে িসভিক ভলেন্টিয়ার থেকে কোটিপতি হলেন সুরজিৎ৷

পিংলার গোবর্ধনপুর এলাকার বাসিন্দা সুরজিতের ভাগ্য বদল নিয়ে স্থানীয়দের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে৷ গত ৯ তারিখ মোবাইল অ্যাপ থেকেই লটারির টিকিট কেটেছিলেন সুরজিৎ৷ ওই দিনই রাত আটটার পর আসে সুসংবাদ৷ সুরজিৎ জানতে পারেন, সত্যিই তিনি এক কোটি টাকা জিতে গিয়েছেন!

 এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছেন সুরজিৎ৷ গতকালই পুরস্কারের টাকাও হাতে পেয়ে গিয়েছেন তিনি৷ সুরজিতের বাবা চাষের কাজ করেন৷ সীমিত উপার্জন থেকে সঞ্চয় করেই বাড়ি তৈরির কাজেও হাত দিয়েছিলেন সুরজিৎ৷ এবার বাড়ির ৈতরির খরচের জোগান নিয়েও দুশ্চিন্তা মিটল৷

পাশাপাশি বাবার চাষের কাজের সুবিধার জন্য ধান কাটার মেশিনও কেনার পরিকল্পনা করেছেন সুরজিৎ৷  সুরজিৎ কোটি টাকা জেতায় খুশি এলাকার বাসিন্দারাও৷ পরিশ্রমী এবং সৎ হিসেবেই তাঁকে চিনতেন সবাই৷ তবে কোটি টাকা জিতলেও সিভিক ভলেন্টিয়ারের কাজ আপাতত চালিয়ে যেতে চান সুরজিৎ৷