মুর্শিদাবাদে পিসির বাড়ি থেকে উদ্ধার প্রেমিক যুগলের দেহ!

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন সদ্য বিবাহিত দম্পতি (Bangla News)। ঘটনাটি ঘটেছে Murshidabad মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে। সোমবার সকালে খড়গ্রাম থানার অন্তর্গত মহিষার গ্রাম পঞ্চায়েতের বরার গ্রামে যুগলের ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পান পরিবারের সদস্যরা (Bangla News)। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রাজেশ ঘোষ ও রাখী মন্ডল।
লাভপুরের দনাইপুরের বাসিন্দা রাজেশ ঘোষ (২০) ও বোলপুরের বাসিন্দা রাখী মন্ডল (১৬)। সম্প্রতি বাড়ি থেকে পালিয়ে পরিবারের অমতে চারদিন আগে বিয়ে করে (Bangla News)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বোলপুরের বাসিন্দা রাখি মন্ডলের মামার বাড়ি লাভপুরের দনাইপুরে। অন্যদিকে লাভপুরের দনাইপুরে বাড়ি রাজেশ ঘোষের। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়।
রাজেশ ঘোষ লাভপুর থানায় গাড়ির চালকের কাজ করেন অস্থায়ী ভাবে। তাদের প্রেম পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় তারা তিন দিন আগে বাড়ি ছেড়ে চলে আসে। তারপর তাদের খোঁজাখুজি করা হলেও কোন সন্ধান পাওয়া যায়নি। জানা যায়, রবিবার মধ্যে রাতে খড়গ্রাম থানার অন্তর্গত মহিষার গ্রাম পঞ্চায়েতের বরার গ্রামে রাজেশ ঘোষের পিসির বাড়িতে এসে ওঠেন তারা।
পিসেমশাই সিদ্ধিনাথ ঘোষ সোমবার সকালে চা দিতে গিয়ে দরজা খোলা না পেয়ে দরজা ভাঙলে দেখা যায় একই ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় আছেন ওই যুগল। খবর দেওয়া হয় খড়গ্রাম থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। সদ্য বিবাহিত এই প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার জুড়ে। খড়গ্রাম থানার পুলিশ যুগলের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।