বঙ্গোপসাগরে নিম্নচাপ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় গত কয়েক দিন ধরেই আকাশের মুখ ভার। সোমবারও তাঁর ব্যতিক্রম হয়নি। সকাল থেকে আকাশ মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অবধি বিস্তৃত।
সে জন্যই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। সোমবার ভোররাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। বৃষ্টি হওয়ায় সকালের ঠান্ডা ভাবও আবার ফিরে এসেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে।
নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। দুই বর্ধমান, বীরভূম, নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। নিম্নচাপ কেটে গেলে বাধাহীন ভাবে ঢুকতে পারে উত্তুরে বাতাস। সেটা হলে তাপমাত্রা ক্রমশ নামতে পারে বলে জানিয়েছে আলিপুর। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।
মেঘলা আকাশে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে রয়েছে। মঙ্গলবারের পর দিনের তাপমাত্রা বাড়বে আর কমবে রাতের তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গে এমন হলেও উত্তরবঙ্গে মূলত মনোরম আবহাওয়া (West Bengal Weather Update) বজায় রয়েছে। মালদহ ও দিনাজপুরে আকাশের মুখ ভার থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে কয়েক পশলা। অবশ্য উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।