রাজ্যে নিম্নচাপের চোখরাঙানি , সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

রাজ্যে নিম্নচাপের চোখরাঙানি , সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ফের রাজ্যে নিম্নচাপের চোখরাঙানি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা ক্রমশই শক্তি বাড়াচ্ছে। আর এর জেরে আগামী শনি ও রবিবার ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall Update) নামবে শহরে। কলকাতায় (Kolkata Rain) অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় উইকএন্ডের সমস্ত শপিং প্ল্যান যে ভেস্তে যেতে বসেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

 নিম্নচাপের জেরে উইকএন্ডে ভাসতে চলেছে কলকাতা। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন এসেছে। মাঝারি বৃষ্টি হয়েছে গোটা শহরজুড়েই। শুক্রবারও সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। এদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহরের একাধিক এলাকায়। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের উপর। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার ।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ।

যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আর এর জেরেই শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই নিম্নটাপ ক্রমশ ওডিশা উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।  নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়াও বইবে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সবকটি জেলাতেই।  

আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, কেরালা, ওডিশা, কঙ্কন, গোয়া, গুজরাট এবং অসম, মেঘালয় ও অরুণাচলপ্রদেশে।