মাধ্যমিকে প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীর নাম

মাধ্যমিকে প্রথম থেকে  দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীর নাম

আর তার ঠিক তিন মাসের মধ্যেই ফল ঘোষণা। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে।

সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে রেজাল্ট। উল্লেখ্য, কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় অফলাইনে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাধ্যমিক দিয়েছেন পরীক্ষার্থীরা। 

এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও।

মাধ্যমিকে প্রথম- (প্রাপ্ত নম্বর-৬৯৩) অর্ণব ঘোড়ই (বাঁকুড়া), রৌনক মণ্ডল (বর্ধমান)

মাধ্যমিকে দ্বিতীয়- (প্রাপ্ত নম্বর ৬৯২) কৌশিকী সরকার (মালদা), রৌনক মণ্ডল (পশ্চিম মেদিনীপুর)

মাধ্যমিকে তৃতীয়-(প্রাপ্ত নম্বর ৬৯১) অনন্যা দাশগুপ্ত (আসানসোল), দেবশিখা প্রধান (পূর্ব মেদিনীপুর)

মাধ্যমিকে চতুর্থ- অভীক দাস, অভিষেক গুপ্ত, শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা)

মাধ্যমিকে পঞ্চম- (প্রাপ্ত নম্বর ৬৮৯) সামিয়া ইয়াসমিন (পূর্ব বর্ধমান), জেনিফার রানা (বীরভূম), পৌলমী বেরা (ঝাড়গ্রাম), শুভ্র দত্ত (বহরমপুর), সম্রাট মণ্ডল (উত্তর ২৪ পরগনা)

মাধ্যমিকে ষষ্ঠ- নিরুপম দাস, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, প্রতীক মাইতি

মাধ্যমিকে সপ্তম (প্রাপ্ত নম্বর ৬৮৭)- অনন্য দেব, শ্রীজিতা মজুমদার, সৌগত ঘোষ, জ্যোতির্ময় মণ্ডল, সোহম লায়েক (বাঁকুড়া), রঞ্জিত সাহু (পশ্চিম মেদিনীপুর), শাশ্বত সিং (পশ্চিম মেদিনীপুর), সিঞ্চন দত্ত (বাঁকুড়া), সায়ন্তন মাইতি (কাঁথি), অপূর্ব নস্কর (দক্ষিণ ২৪ পরগনা)

মাধ্যমিকে অষ্টম(প্রাপ্ত নম্বর ৬৮৬) (২২ জন)- জুনাইয়া পারভিন (দার্জিলিং), রনি বর্মন (কোচবিহার), অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল

মাধ্যমিকে নবম (১৫)- বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপ কর্মকার, সৌরভ দে, অঙ্কুর ঘোষ, সাহেব দাস, সূরয ঘোষ, পার্থিব কোটাল, দ্বৈপায়ন সাহা

মাধ্যমিকে দশম (৪০)- সমৃদ্ধি দে, বিতান চক্রবর্তী, রূপম কর্মকার, অমৃতাভ পাল, রিফা তামান্না, প্রত্যুষা কুণ্ডু, সৌমিক ধাওয়াই, মহম্মদ শামিক, সৌনক বন্দ্যোপাধ্যায়, শেখ আজহার, অঙ্কন ঘোষ, নীলাদ্রি মণ্ডল, সোহম কোনার, সানন্দা রায়, আফরিন খাতুন, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মণ্ডল, অয়ন কুমার পাল, অরিত্র মণ্ডল, অনুষ্কা পাহাড়ি, প্রত্যুষা মিত্র, অর্ঘদীপ মাইতি, সৌম্যদীপ গিরি, সৌনক প্রামানিক, আলেখ্য বর, তনিষ্ঠা দাস, সৌম্যদীপ সেন, অশোক বিশ্বাস,