খুব সহজেই বানিয়ে নিন ফ্রুট কাস্টার্ড

আজবাংলা- গ্রীষ্মের মজার সব ফল উঠতে শুরু করেছে বাজারে। খুব সহজে এসব ফল দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফ্রুট কাস্টার্ড। জেনে নিন ডিম ছাড়াই ঝামেলাহীন উপায়ে কীভাবে বানাবেন ফ্রুট কাস্টার্ড।
উপকরণ- কাস্টার্ড পাউডার- ৩ টেবিল চামচ, তরল দুধ- ১ লিটার, চিনি- স্বাদমতো, বিভিন্ন ধরনের ফলের টুকরো।
প্রণালী- কাস্টার্ড পাউডারের সঙ্গে স্বাভাবিক তাপমাত্রার আধা কাপ দুধ মিশিয়ে নিন ভালো করে। এবার প্যানে ১ লিটার তরল দুধ দিয়ে দিন। চিনি মিশিয়ে মাঝারি আঁচে গরম করুন। দুধ গরম হয়ে গেলে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে দিন পুরোটা। অনবরত নাড়তে থাকুন।
মোটামুটি ঘন হয়ে গেলে নামিয়ে নিন। বেশি ঘন করবেন না। কারণ ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে মিশ্রণ। নামিয়ে ফ্যানের নিচে রেখে ঘনঘন নেড়ে ঠান্ডা করুন। এতে সর জমবে না। পছন্দের ফল কেটে দুধের মিশ্রণে মিশিয়ে পরিবেশন করুন ফ্রুট কাস্টার্ড।