ঘরোয়া পদ্ধতিতে আলুর প্যাক তৈরি করে চুলকে করুন ঘন ও কালো

ঘরোয়া পদ্ধতিতে আলুর প্যাক তৈরি করে চুলকে করুন ঘন ও কালো

আজবাংলা  পরিবেশ দূষণ ও ব্যস্ত জীবন কেড়ে নিচ্ছে চুলের সৌন্দর্য। ঘন, কালো, রেশমি চুল পাওয়া এখন যেন ভাগ্যের ব্যাপার। তাই চুলের ভাগ্য ফেরাতে ব্যবস্থা করতে হয় নিজেদেরই। সে ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে কোনো তুলনা হয় না। এমনই একটি প্রাকৃতিক উপায় হল আলুর প্যাক।আলুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, জিঙ্ক, আয়রন।

এই উপাদানগুলি চুলের বৃদ্ধি ঘটায়। মাথায় জমে থাকা ময়লা পরিষ্কার করে। পাশাপাশি চুলকে করে ঝলমলে। এই হেয়ার প্যাকটি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো সম্ভব। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই ভালো ফল পাবেন। সপ্তাহে দুবার করে এটি এক মাস টানা ব্যবহার করুন। অতিরিক্ত চুল পড়া কমবে আসুন আজকের প্রতিবেদনে দেখে নেব আলুর রসের বিশেষ হেয়ার প্যাক কী ভাবে আমরা তৈরি করে নিতে পারি।

উপকরণ-  আলুর রস, অ্যালোভেরা জেল।

প্রণালী-  একটি খোসা সমেত আলু ভালো ভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। টুকরোগুলো ব্লেন্ডারের সাহায্যে ভালো করে পিষে নিন। রসটি বেশি ঘন মনে হলে সামান্য জল মেশান। এতে দুই চামচ অ্যালোভেরা জেল দিয়ে প্যাক তৈরি করুন।

ব্যবহার- প্যাকটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। এক দিন ছাড়া এই প্যাক ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে ও চুল ঘন কালো হবে।