বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই আইসক্রিম

বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই আইসক্রিম

আজবাংলা   বাচ্চারা আইসক্রিম খাবে বলছে? কোন চিন্তা নেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চকো ভ্যানিলা আইসক্রিম |  চকো ভ্যানিলা আইসক্রিম (Choco Vanilla Ice Cream)


উপকরণ: 

১. ৪০০ এম এল দুধ
২. ১/২  কাপ চিনি
৩. ২ চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার


৪. ২ চা চামচ কোকো পাউডার
৫. ২ চা চামচ বেকিং পাউডার
৬. ৬টি ক্যাডবারি ডিয়ারী মিল্ক টুকরো


৭. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
৮. ১টা ছোট জেমসের প্যাকেট


ধাপ: 

১. ৪০০ মিলি দুধ নিয়ে কম আঁচে ফুটিয়ে ক্রমাগত নাড়তে হবে | চিনি পরিমাণ মত দিতে হবে।ঠান্ডা দুধে ভ্যানিলা কাস্টার্ড পাউডার মিশিয়ে মিশ্রণ টা ঢেলে দিতে হবে | 

২. এবার ২ চা চামচ বেকিং পাউডার, ২ চা চামচ কোকো পাউডার দিতে হবে |

 
৩. ক্রমাগত নাড়তে হবে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে | এবার মিশ্রন ঠান্ডা হলে উপরে ক্যাডবারি দিতে হবে | উপরে কাজু বা পেস্তা বা চকলেট ছড়িয়ে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে | 

৪. ৩০ মিনিট পর বের করতে হবে চকো ভ্যানিলা আইসক্রিম |