ম্যাজিকের মতো মাত্র ৯ মিনিটে ত্বক করে তুলুন ফর্সা ও উজ্জ্বল !

আজ বাংলা : আজকের আপনারা জেনে নিন এমন একটা হোম রেমেডি যেটার ফলে আপনার ত্বক ম্যাজিকের মতো ফর্সা হয়ে উঠবে। এই উপায়টি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বকে এতটাই গ্লো এসেছে তা সত্যিই আপনার কাছে অবিশ্বাস্য ।আর আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসতে লাগবে মাত্র ৯ মিনিট সময় । এই উপায়টি এতটাই কার্যকরী যে প্রথম ব্যবহার করার পরেই আপনি ফলাফল বুঝতে পারবেন এবং সবথেকে বড় কথা এই ঘরোয়া পদ্ধতিতে মধ্যে কোন সাইড এফেক্ট নেই ।
আমরা সকলেই প্রত্যাশা করি আমাদের ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠুক ।এর জন্য আমরা আমাদের ত্বকে অনেক সময় অনেক ধরনের দোকান থেকে কিনে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি কিন্তু এর ফলে আমাদের ত্বকের সাময়িক উজ্জলতা বৃদ্ধি পেলেও ত্বক ভেতর থেকে নষ্ট হয়ে যায় এবং এর সাইড এফেক্ট থাকে অনেক ।
তাই আপনি ত্বকের যত্ন নিতে চাইলে প্রাকৃতিক ঘরোয়া উপাদান ব্যবহার করুন । তাহলে চলুন আজকে চমৎকার হোম রেমেডি জেনে নিন __প্রথমেই এর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিয়ে নিন । চিনি আমাদের ত্বক থেকে মৃত কোষ দূর করে অনেক বেশি উজ্জ্বল ফর্সা এবং নরম করে তোলে । এছাড়াও রোদ থেকে পড়া ট্যান এবং বয়সের দাগ দূর করতে চিনি অপরিসীম । এরপর এর সাথে মিশিয়ে নিন এক চামচ হলুদ গুঁড়ো । আমরা জানি প্রাচীনকাল থেকেই রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে হলুদের রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেটা আমাদের ত্বক থেকে ব্রোনো দূর করতে সাহায্য করে।
চিনি আর হলুদ দুটো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে একটি পাতিলেবুর রস চিপে দিনে পাতি লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হয়ে থাকে এটি আমাদের ত্বককে ফর্সা করে তুলতে সাহায্য করে । এরপর এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন । তারপর একটি পাতিলেবু দু'টুকরো করুন । এবং লেবুর একটি টুকরো ভালো করে মিশ্রণটিতে ডুবিয়ে নিন ।
তারপর সে টুকরোটি দিয়ে আপনার ত্বকে ভালো করে ঘষতে থাকুন । এর ফলে আপনার ত্বকে স্ক্রাবিং সম্পন্ন হবে । তবে বেশি জোরে জোরে ঘষবেন না হালকা করে ঘষুন । লেবু আর হলুদ দুটো একসাথে ব্যবহার করার ফলে ত্বকে কোনরকম হলদে ভাব থাকবে না । পাঁচ মিনিট ধরে ঘষার পর হালকা শুকনো হয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন ।
তারপর একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে তখন মুছে নিন।এরপর আরেকটি খালি বাটিতে এক চামচ বেসন এবং এক চামচ চালের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন । এই দুটোই আমাদের ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে ফলে আমাদের ত্বকে ব্রণের সৃষ্টি হয় না । এরপর এই দুটোর মধ্যে এক চামচ গোলাপজল দিয়ে একটি ঘন করে পেস্ট তৈরি করুন ।
আর যদি কারোর কাছে গোলাপজল না থাকে তাহলে সে কাঁচা দুধ ব্যবহার করতে পারে। গোলাপজল বা কাঁচা দুধ থেকে বয়সের ছাপ দূর করতে এবং ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে । এরপর এই পেজটি আপনার ত্বকে লাগিয়ে ৫ মিনিট মতো রেখে দিন। তারপর শুকনো হয়ে এলে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।দেখবেন আপনার তো সঙ্গে সঙ্গে উজ্জল ও ফর্সা হয়ে উঠেছে। একটানা এটি ব্যবহার করতে থাকলে আপনার ত্বক মসৃণ এবং দাগ বিহীন ফর্সা হয়ে উঠবে। এই দুটি পদ্ধতি ব্যবহার করে দেখুন ব্যবহার করতে মাত্র ৯ মিনিট সময় লাগবে আর এই পরেই আপনি পাবেন দুর্দান্ত ফলাফল ।