বুথ স্তরে ভ্যাকসিন শিবির শুরু করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর

বুথ স্তরে ভ্যাকসিন  শিবির শুরু করল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর

রাহুল মন্ডল   মানিকচক ঃ   ভ্যাকসিন এর আওতায় সকল মানুষকে আনতে বুথ স্তরে ভ্যাকসিন প্রধান শিবির শুরু করল স্বাস্থ্য দপ্তর।মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো মানিকচক ব্লকের বুথে পৌঁছে মানুষকে ভ্যাকসিন দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। কার্যত দুয়ারে ভ্যাকসিন পরিষেবা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকাবাসী। ভ্যাকসিন না নেওয়া মানুষ নিজের গ্রামে বুথে পৌঁছে ভ্যাকসিন গ্রহণ করলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর তৎপরতার সাথে ভ্যাকসিন প্রদানের বুথ স্তরে শিবির করতে শুরু করেছে। লক্ষ রয়েছে কোন প্রান্তের মানুষ ভ্যাকসিন থেকে বিরত না থাকে। সেই লক্ষ্যে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বুথে স্বাস্থ্যকর্মীদের ধারা ভ্যাকসিন প্রদান করছেন। স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এলাকাবাসী।

স্থানীয়দের মতে যেভাবে রাজ্য সরকার দুয়ারে সরকার শিবির করে মানুষকে পরিষেবা দিয়েছে একই মত বাড়ির কাছের বুথে শিবির করে ভ্যাকসিন প্রদান করছে স্বাস্থ্যকর্মীরা।কার্যত দুয়ারে ভ্যাকসিন এমনটাই বলছেন এলাকাবাসী। ভ্যাকসিন কেন্দ্রগুলিতে  পৌঁছে সাধারণ মানুস ভ্যাকসিন গ্রহণ করছেন। ভ্যাকসিন কেন্দ্রগুলি পরিদর্শন করেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেম নারায়ণ ঝা।

সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলার সাথে ভ্যাকসিন গ্রহণ করার বার্তা দেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তরে নির্দেশ মতই মানুষের কাছে পৌঁছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য রয়েছে কোন প্রান্তের মানুষ যাতে ভ্যাকসিন থেকে দূরে না থাকে। সকলেই ভ্যাকসিন নিয়ে করোনা থেকে রক্ষা পাক। সেই লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা প্রদান করছে সাধারণ মানুষকে।

সরকারের এই উদ্যোগের ফলে গ্রাম গঞ্জের সকল মানুষ ভ্যাকসিন পাবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে মানিকচক বিধানসভা বিধায়িকা সাবিত্রি মিত্রের প্রতিনিধি তথা  মানিকচক ব্লক তৃণমূল নেতা সমদ্বীপ সরকার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে মানুষকে পরিষেবা দিতে। মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। দেশের আর কোন রাজ্যে এমন পরিষেবা নেই বললেই চলে। সরকারি পরিষেবা যেভাবে দেওয়া হচ্ছিল একইভাবে গ্রামগঞ্জের মানুষকে বুথে পৌঁছে ভ্যাকসিন দিচ্ছে রাজ্য সরকার।