মালদায় ভূমি সংস্কার আধিকারিক কে হেনস্তার অভিযোগে আটক ২

মালদা : এক নাবালকের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করলেন এলাকার বাসিন্দারা। ভূমি সংস্কার আধিকারিক কে তার নিজের চেম্বারে হেনস্তা করে অভিযোগকারী বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ওই দপ্তরে পৌছলে পুলিশ আধিকারিকদের সংঘর্ষ বেধে যায় বিক্ষোভকারী বাসিন্দাদের।
খবর পেয়ে ছুটে যায় আরো পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর বারদুয়ারী এলাকার বাসিন্দা বদরুল হকের নাবালক সমীর হোসেনের নামে বারদুয়ারী গামী রাস্তার ধারে একটি জমি দীর্ঘদিন ধরে রেকর্ড করা রয়েছে।
কিন্তু সম্প্রতি ওই এলাকারই আরেক বাসিন্দা মুকলেসুর রহমান জাল দলিল তৈরি করে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ফকরুদ্দিন আহমেদের সঙ্গে মিলিত ভাবে যোগসাজশ করে জমিটি এলাকার এক ব্যবসায়ী সাওর কেডিয়ার নামে রেকর্ড করিয়ে দেয় বলে অভিযোগ তারপর থেকে ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু হয়। এই নিয়ে বিএলআরও অফিসে অভিযোগ জানাতে গেলে ভূমি সংস্কার দপ্তর, এ বিষয়ে অভিযোগ নিতে অস্বীকার করেন।
তারপরই ওই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ভূমি সংস্কার আধিকারিক ফকরুদ্দিন আহমেদ কে তার চেম্বারে ঘেরাও করে রাখেন দীর্ঘক্ষন। ওই আধিকারিক কে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। সেখানে পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি বিক্ষুব্ধ বাসিন্দাদের। এরপরে বিক্ষোভকারীদের মধ্যে দুইজনকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।