তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে মালদা মানিকচক

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে মালদা মানিকচক

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে মালদা মানিকচক। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পঞ্চায়েত সদস্য স্বামীকে অপহরণের চেষ্টার অভিযোগকে ঘিরে সংঘর্ষ। মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে শাসকদলের বিভাজন প্রকাশ্যে। উভয়পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।    

   গতকাল রাতে মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীদের সাথে গল্প করছিলেন মানিকচক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্যা রুবিনার বিবির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা এনামুল হোসেন। অভিযোগ সেই সময় তৃণমূল কর্মী আলিম সেখের নেতৃত্বে কুড়ি থেকে 25 জন দুষ্কৃতী এনামুল হোসেন কে অপহরণের চেষ্টা করে। বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় যখম হয়েছে দু'পক্ষের চারজন।

স্থানীয়রা ছুটে আসলে আলিম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এনামুল হোসেন ঘটনা লিখিত অভিযোগ দায়ের করেছেন মানিকচক থানায়। যদিও অভিযুক্ত আলিম শেখ এর অভিযোগ ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেয় এনামুল হোসেন এর অনুগামীরা। মানিকচক থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন তিনি সেই সময় তার উপর হামলা করা হয়।

বিজেপি প্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থা বানচাল করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, এইসব বিষয় নিয়ে দল প্রচন্ড বিব্রত রয়েছে। এইসব সদস্যরা দলের কলঙ্ক। ঈদের অবিলম্বে বহিষ্কারের সুপারিশ ব্লক কমিটির জেলা কমিটির কাছে করেছে।

এই সব কটাকে দল থেকে বের করে দেওয়া হবে। আর এই ধরনের ঘটনায় পুলিশ দল-মত-নির্বিশেষে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সেই সুপারিশ করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল কে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, একদল বিজেপিতে চলে গেছে, একদল বিজেপির কয়েকজনকে জোর করে তুলে নিয়ে গেছে। তৃণমূলের একজন সদস্য অন্য জায়গায় পালিয়ে গেছিল, তাকে নিয়ে আসার জন্য যা হওয়ার তাই হয়েছে। এটা তৃণমূলের সহজাত প্রবৃত্তি।