মালদায় দশম শ্রেণীর ছাত্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য এলাকা জুড়ে

মালদা : দশম শ্রেণীর ছাত্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর এলাকায়। নিজ ঘর থেকেই ছাত্রর দেহ উদ্ধার হয়। মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।তবে কি কারণে আত্মহত্যা নিয়ে ধোঁয়াশায় পরিবারবর্গ। পরিবার সূত্রে জানা গেছে মৃত নাবালকের নাম আশরাফ আলম(১৬)।
স্থানীয় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।বাবা আফজাল হোসেন সামান্য টোটো চালক। পরিবার সূত্রে জানা গেছে বরাবরই মেধাবী ছাত্র ছিল আশরাফ। রোজকার মতই সোমবার রাতে পরিবারের লোকেদের সাথে খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমোতে যাই। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোন সাড়া পাননি ওই ছাত্রর।
এরপরই পরিবারের লোকজন দেখতে পায় ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই নাবালক। মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এদিকে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকজন জানিয়েছে, বাড়িতে কোন রকম অশান্তি বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোন বচসা কিছুই হয়নি।
তবে কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে কিছুই বুঝে উঠতে পারছেনা পরিবারের সদস্যরা। হঠাৎ করে পরিবারের সন্তানের এই আত্মহত্যার ঘটনায় শোকে ডুবেছে পরিবারের লোকজন। এদিকে মানিকচক থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।