পশ্চিম মেদিনীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ল মারুতি!

নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ল মারুতি! অল্পের জন্য রক্ষা পেল চালক সহ এক যাত্রীরা নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ল মারুতি! অল্পের জন্য রক্ষা পেল চালক সহ এক যাত্রীরা। কোনোক্রমে মারুতির কাঁচ ভেঙ্গে গাড়ির বাইরে বেরিয়ে প্রাণে বাঁচল চালক।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর রাজ্য সড়কের জাড়া এলাকায়। জানাযায় এইদিন রামজীবনপুর থেকে ঘাটালগামী একটি মারুতি গাড়ি দ্রুতবেগে আসার সময় রাজ্য সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ে।
যদিও চালকসহ এক ব্যক্তি কোনক্রমে বেরিয়ে আসলে প্রাণের বাঁচে তারা। পরে ক্রেন দিয়ে মারুতিটি তুলে থানায় নিয়ে যায় পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান চালক মদ্যাপ ছিল।