চিনির স্বাস্থ্য উপকারিতা না থাকলেও রূপচর্চার কাজে চিনির জুড়ি মেলা ভার

চিনির তেমন কোন স্বাস্থ্য উপকারিতা না থাকলেও রূপচর্চায় কিন্তু চিনি দারুন কাজ দেয়। রূপচর্চায় চিনির ধারেকাছে কেউ ঘেঁষতে পারে না। ন্যাচারাল স্ক্রাব হিসাবে চিনি খুবই কার্যকরী। চিনির স্ক্রাব বানাতে সময় যেমন কম লাগে, তেমনই খ্রিস্টাল ক্লিয়ার ত্বকও পাওয়া ।চিনি দিয়ে তৈরি কয়েকটি স্ক্রাবের হদিস রইল
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে লেবুর রস, চিনি, মধু, কফির গুঁড়ো, চালগুড়ি, বেসন, কাঁচা দুধ আর হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিহি পেস্ট তৈরি করুন। এবার হাতে, মুখে, গায়ে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এটি করুন , দেখবেন আপনার ত্বক বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।
চিনিতে আছে আলফা হাইড্রক্সাইড অ্যাসিড। যা চামড়া কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে।বডি স্ক্রাব করার জন্য পাকা কলার সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব বানান। এরপর তা ভালো করে লাগিয়ে নিন পুরো শরীরে। একটু সময় নিয়ে ম্যাসাজ করে ধুয়ে নিন।
যাদের ত্বক তৈলাক্ত প্রকৃতির তাদের জন্য ওটমিল সুগার স্ক্রাব খুবই ভালো। মুখের অতিরিক্ত অয়েলকে শুষে নিতে পারে এই স্ক্রাব। ওটস, চিনি মধু ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে এই স্ক্রাব বানিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন যতক্ষণ না পুরো শুকনো হয়। শুকনো হলেই ধুয়ে ফেলুন।
প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট আছে গ্রিন টিয়ের মধ্যে ।আর তাই চিনি গুড়ো করে গ্রিন টি পাতার সঙ্গে মিশিয়ে নিন। এবার ওর মধ্যে অলিভ অয়েল আর মধু মেশান। এবার এই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঘষে ধুয়ে ফেলুন। এতে মুখের মরা কোষ উঠে আসবে।