মেদিনীপুরের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের'তাঁত বস্ত্র মেলার' শুভ উদ্বোধন

মেদিনীপুরের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের'তাঁত বস্ত্র মেলার' শুভ উদ্বোধন

পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহর মেদিনীপুরে ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের “তাঁত বস্ত্র মেলার” শুভ উদ্বোধন হয়ে গেল। পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চল জঙ্গলমহলের তাঁত শিল্পের সম্ভার মেদিনীপুরের “তাঁত বস্ত্র মেলার” শুভ উদ্বোধন করলেন জেলা শাসক ডঃ রশ্মি কোমল। জেলা শাসক সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া।

সেই সঙ্গে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীনের বিধায়ক দিনেন রায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, সমাজসেবক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

পশ্চিম মেদিনীপুর জেলা সহ জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পিরা মেদিনীপুরের এই তাঁত বস্ত্র মেলায় নিজেদের তৈরি তাঁতের তৈরি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আসেন বিক্রি বা প্রর্দশনী করতে। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এই মেলা হয়ে থাকে মেদিনীপুর শহরে। এই তাঁত বস্ত্র মেলা চালু হওয়াতে এলাকার মানুষের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।