বাড়বে তাপমাত্রার পারদ, জেনে নিন আবহাওয়ার খবর

চলতি মরশুমে মাঝে মধ্যেই ঝোড়ো ইনিংস খেলেছে শীত। যদিও অনেক সময় ঠান্ডার পথ আটকেছে বৃষ্টিপাত। গত দু'দিন ধরেই শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। কিন্তু, ফের বদলাতে চলেছে আবহাওয়ার মতি-গতি। আর বেশিদিন কপালে নেই 'শীত-সুখ', জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় সেভাবে বদল হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া।
কিন্তু, তারপর থেকেই ধীরে ধীরে গায়েব হয়ে যাবে শীত। দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে অধিকাংশ জেলাগুলিই দাপট দেখাবে কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।
বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। জেলাগুলিতে শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকলেও কলকাতার তাপমাত্রা বাড়বে। জানা যাচ্ছে, রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। এর জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চড়বে তাপমাত্রা। মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে।
দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। রাতের অবশ্য শীত অনুভূত হবে। তবে ১৬ এবং ১৭ তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন না ঘটলেও দিনের বেলা কলকাতার তাপমাত্রা বাড়বে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়ায়।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। গতকাল কোনও বৃষ্টিপাত হয়নি। আজও শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলতি মরশুমে খামখেয়ালি মেজাজ দেখা গিয়েছে আবহাওয়ার। দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজোর আগের দিনেও হয়েছে বৃষ্টি। ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাসের প্রথম দিকে জমাটি শীত উপভোগ করতে পেরেছেন সাধারণ মানুষ। এমনকী, কলকাতার তাপমাত্রা নেমেছিলল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু, কখনও নিম্নচাপ আবার কখনও পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। এর জেরে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়ার প্রবেশ। এর দরুন শীতের দাপটও কমেছিল।