নদীয়ায় লটারি টিকিট কেটে কোটিপতি লরির ড্রাইভার

কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা রাতারাতি কোটিপতি হলেন 40 বছর বয়সী শংকর সরকার । পরিবার সূত্রে জানা যায় 2007 সাল থেকে লরি চালিয়ে জীবন যাপন করেন। লরি চালাতে চালাতে একটি লরি ও কিনে ফেলেন, কিন্তু সেই লরির কিস্তির টাকা শোধ না করতে পারায় বাধ্য হন লরিটি বেচে দিতে বাধ্য হন ওই লরি চালক।
শংকর সরকার জানান সেই লরি পুনরুদ্ধারের জন্য মনে আশা জেগেছিল লটারি টিকিট কাটার। বছরখানেক হলো তিনি লটারি টিকিট কাটা শুরু করেছেন টিকিটের মাঝে মধ্যে ছোটখাটো কিছু প্রাপ্তি ঘটলেও এবারের এক কোটি টাকা পাওয়া তার কাছে অপ্রত্যাশিত । রাতারাতি হয়ে যাবেন এক কোটি টাকার মালিক।
সরি পুনরুদ্ধারের পাশাপাশি একটি মন্দির সংস্কার বলে এবং চাষের জমি কিনবেন বলেই জানিয়েছেন আমাদের। সমস্ত বিষয়টি জানান ।স্ত্রী মনিকা সরকার জানান এর আগে মাঝে মধ্যে টিকিট কাটা নিয়ে অশান্তি করতাম। টাকা পেয়ে ভাল লাগছে ঠিকই তবে ঠিকঠাক খাবার না জোটার স্মৃতি ভুলবো না কোনদিন। সেই অভিজ্ঞতা থেকেই সর্বনাশা নেশা থেকে দূরে থাকতে অনুরোধ করছি সকলকে।