লক্ষাধিক টাকা আয় হবে মাসে ! সুযোগ দিচ্ছে জনপ্রিয় সংস্থা

অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চান। কিন্তু নানা ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। এক্ষেত্রে সঠিক গাইডেন্স প্রধান অন্তর হয়ে দাঁড়ায়। তবে এবার অপেক্ষার প্রহর শেষ। দুগ্ধজাত পণ্য সংস্থা Amul নিয়ে এসছে তাদের সঙ্গে ব্যবসা করার সুযোগ। আসলে ফ্র্যাঞ্চাইজি অফার করছে Amul। অল্প বিনিয়োগেই প্রতি মাসে এই ফ্র্যাঞ্চাইজি থেকে মোটা টাকা উপার্জন করা যেতে পারে।
কত পরিমাণে বিনিয়োগ করতে হবে? (Amul Franchise Cost) সবচেয়ে বড় কথা হল এই ব্যবসা শুরু করতে আপনার বিপুল টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই। শুরু হিসেবে ধরলে এই ফ্র্যাঞ্চাইজি নিচে 2 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে। এই ব্যবসার একটি ভালো দিক হল, ব্যবসার শুরু থেকেই মোটা টাকা হাতে আসতে থাকবে, অর্থাৎ লাভ হবে জব্বর।
আমুলের দু'ধরণের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। আমুল আউটলেট, আমুল রেলওয়ে পার্লারের মতো ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনার খরচ পড়বে 2 লাখ টাকা। এতে সিকিউরিটি মানি হিসেবে 25 হাজার, রেনোভেশন চার্জ 1 লাখ, যন্ত্রপাতি বাবদ 75 হাজার টাকার খরচ ধরা হয়। অন্যদিকে যদি কোনও ব্যক্তি Amul Ice cream scooping parlour খুলতে চান, সেক্ষেত্রে 5-6 লাখ খরচ হবে।
আয় কত হবে? সংস্থার হিসেব বলছে, ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রতি মাসে প্রায় 5 থেকে 10 লাখ টাকা আয় করা যেতে পারে। এই ফ্র্যাঞ্চাইজিতে MRP-এর উপর কমিশন দেয় আমূল। দুধের প্যাকেটে 2.5 শতাংশ, দুধের অন্য প্রোডাক্টে 10 শতাংশ এবং আইসক্রিমে 20 শতাংশ কমিশন পাওয়া যায়।
ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগে গুরুত্বপূর্ণ যদি কোনও ব্যক্তি আমুলের আউটলেট নেন, সেক্ষেত্রে তাঁর 150 বর্গফুট জায়গা থাকতে হবে। এই পরিমাণ জায়গা থাকলে তবেই আমুলের তরফে ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে। এর চেয়ে কম জায়গা হলে ফ্র্যাঞ্চাইজি পাবেন না।
আমুলের তরফে সুবিধা পার্লার বয় বা মালিককে এরজন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পার্লারে বা দোকানে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমুলের উপর। প্রতিটি বড় শহর বা জেলায় Amul-এর পাইকারি ডিলার রয়েছে। এরা ফ্র্যাঞ্চাইজির পার্লারে Amul দ্রব্য সরবরাহ করতে পারবে।