সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের

দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি ঘটল ভারতীয় প্রমিলাবাহিনীর অধিনায়কের।  ২২ গজে আর মিতালি রাজের (Mithali Raj) রাজত্ব দেখা যাবে না। আজ, বুধবার আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানালেন ভারতের মহিলা দলের একদিনের ক্রিকেট ও টেস্টের অধিনায়ক মিতালি। ৩৯ বছর বয়সে ক্রিকেট ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মিতালি। টুইটারে এক বার্তার মাধ্যমে এই খবর খোদ মিতালি জানিয়েছেন।

টুইটারে মিতালি এক পাতার যে লম্বা বার্তা দিয়েছেন, তার ক্যাপশনে মিতালি লিখেছেন, “বছরের পর বছর ধরে আপনাদের সমস্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ! আমি আপনাদের আশীর্বাদ এবং সমর্থন সঙ্গে নিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য অপেক্ষা করছি।

বিসিসিআইয়ের তরফে ভারতের ওয়ান ডে ও টেস্ট দলের অধিনায়ক মিতালির উদ্দেশ্যে টুইটারে লেখা হয়, “ভারতীয় ক্রিকেটের জন্য আপনার অবদান অতুলনীয়। আপনার অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য অভিনন্দন মিতালি রাজ। আপনি একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেলেন। আপনার দ্বিতীয় ইনিংসের জন্য আমরা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।”

তবে ব্যাটার কিংবা অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে আর দেখা না গেলেও ২২ গজে অন্য কোনও ভূমিকায় ধরা দিতেই পারেন মিতালি। হয়তো মেন্টর কিংবা কোচ। নিজের দীর্ঘ পোস্টে অন্তত সে ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি। জানান, “ক্রিকেটকে ভালবাসি। তাই অবসর নিলেও মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে এই খেলার সঙ্গে জড়িত থাকতে চাই।”

১৯৯৯ সালে কেরিয়ার শুরু করেছিলেন। পরিশ্রম আর অদম্য জেদই ২৩ বছরে এতখানি সাফল্য এনে দিয়েছে মিতালিকে। ব্যাটার হিসেবে তাঁকে শচীন তেণ্ডুলকরের সঙ্গে এক আসনে বসিয়েছে বিসিসিআই। বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মালকিন তিনি। আটবার আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ছিল তাঁর দখলে। শুধু ব্যাটার হিসেবেই নয়, দলকে নেতৃত্ব দিয়েও বহু ট্রফি জিতিয়েছেন তিনি। ২০১৭ সালে তাঁর অধিনায়কত্বেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত। তাঁর অবসরের সঙ্গে মহিলা ক্রিকেটের উজ্জ্বল একটি অধ্যায়েরও অবসান ঘটল।