খোলা চুল ও উন্মুক্ত উরুতে উত্তাপ বাড়ালেন 'দুপুর ঠাকুরপো'র মোনালিসা

আজবাংলা এই নভেম্বরের শুরুতে মোনালিসা তার স্বামী বিক্রান্ত সিংয়ের সাথে দীর্ঘ ছুটি নিয়েছিলেন। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কিছু বোল্ড ছবি ভাগ করে নিয়েছেন। সেই ছবিগুলিতে মোনালিসাকে একেবারে হট অবতারে পাওয়া গেছে।
নিজের কেরিয়ার শুরু করেছেন মোনালিসা ভোজপুরি ছবিতে। এখন পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে বাংলা ছবিতেও। সেইমতন মোনালিসার পাল্লা দিয়ে বেড়েছে ফ্যান ফলোয়ারের সংখ্যাও।
টিভির সব থেকে বড় রিয়্যালিটি শো বিগ বসের অংশ হওয়ার পরে মোনালিসার শরীরী ভাষায় পরিবর্তন এসেছে ৷ নিজের লুক থেকে শুরু করে গেটআপেও পরিবর্তন এনেছেন।
View this post on Instagram
View this post on Instagram