নদীয়ায় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা এক বৃদ্ধার প্রানে বাঁচালো বেশ কয়েকজন যুবক। ঘটনাটি শান্তিপুর গবার চর তালতলা গঙ্গার ঘাটের। জানা যায় শনিবার বিকেলে ওই এলাকার গঙ্গার ঘাটে হঠাৎই এক বৃদ্ধা টোটো গাড়ি করে আসে এরপর সোজা গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দেয়।
নজরে পড়ে বেশকিছু যুবকের ওই বৃদ্ধাকে জলে ঝাঁপ দিতে দেখে বৃদ্ধাকে প্রাণ বাঁচানোর চেষ্টায় জলে ঝাঁপ দেয় বেশ কয়েকজন যুবক। বেশ খানিকটা সময়ের চেষ্টায় বৃদ্ধাকে উদ্ধার করে ডাঙায় তোলে। এরপর শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য জানা যায় চিকিৎসার পরে ওই বৃদ্ধা এখন অনেকটাই সুস্থ রয়েছে।
উদ্ধারকারী যুবকেরা জানান বৃদ্ধাকে সময়মতো উদ্ধার না করলে জলের স্রোতে তলিয়ে যেতে ওই বৃদ্ধা, যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ধারকারী যুবকেরা শান্তিপুর থানাই ঘটনাটি জানায়।