নদীয়ায় মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৩ বছরের যুবক

মদ্যপ অবস্থায় তিন বন্ধু একসাথে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক বন্ধু, ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, মঙ্গলবার বেলা দুটো ত্রিশ নাগাদ শান্তিপুর থানা এলাকার প্রমোদনগর থেকে বাপ্পা বসাক নামে এক যুবক দুই বন্ধুকে সাথে নিয়ে একটি বাইকে করে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। স্নান করতে করতেই হঠাৎই বাপ্পা বসাক নামে ওই যুবক জলে তলিয়ে যায়।
অন্য বন্ধু বাঁচাতে গেলে সেও জলে খাবি খায়, যদিও কোনরকমে ওই বন্ধু প্রাণে বেঁচে ডাঙায় উঠে। যদিও বাপ্পা বসাক জলে তলিয়ে যাওয়ার পরেই প্রাথমিকভাবে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, এরপর কিভাবে বাপ্পা বসাক জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে তার বন্ধুদের কাছ থেকে।
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বাপ্পা বসাকের বন্ধুরা স্বীকার করে নেয় তারা তিন জনেই মদ্যপ অবস্থায় ছিল, স্বভাবতই মদ্যপ অবস্থায় থাকার কারণেই ঘটে এই বিপত্তি। খবর পায় পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে পরিবার। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের বয়স আনুমানিক ২৩ বছর। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলো সে।
মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। স্বভাবতই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ওই যুবকের পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাই ওই যুবক যদি মদ্যপ অবস্থায় গঙ্গা জলে স্নান করতে না নাম তো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না।