মুর্শিদাবাদে চালু হতে চলেছে নশিপুর রেল ব্রিজ

মুর্শিদাবাদে চালু হতে চলেছে নশিপুর রেল ব্রিজ

এবার আজিমগঞ্জে নসিপুর রেলব্রিজের সমস্যা সমাধানের পথে। মাত্র ৫০০মিটার জমি জটে দীর্ঘদিন ধরে আটকে আছে রেলের কাজ (Murshidabad News)। দীর্ঘদিন ধরেই সামান্য জমি জটের কারণে কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। বহু প্রতীক্ষিত অসমাপ্ত নশিপুর রেল ব্রিজের জট কাটাতে প্রশাসনিক সম্পন্ন করা হয়েছে ইতি মধ্যেই ।

মুর্শিদাবাদ জেলা শাসকের সাথে বৈঠক করেছেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শীলেন্দ্র প্রতাপ সিংহ। যদিও নশিপুর রেল ব্রিজ নিয়ে জট কতটা কাটল! তা নিয়ে রয়ে গেল ধোঁয়াশা। পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদের (Murshidabad News)জন্য নশিপুর রেল ব্রিজের গুরুত্বকে মান্যতা দিয়ে বৈঠকের পর পূর্ব রেল, শিয়ালদাহ ডিভিশনের ডিআরএম শীলেন্দ্র প্রতাপ সিংহ জানান, ২০১৩ থেকে অসমাপ্ত এই প্রকল্প। রেল এবং সরকার যৌথ ভাবে জমিদাতাদের সাথে কথা বলবে যাতে কাজ সম্পূর্ণ হয়।

জমিদাতাদের বোঝানো হবে রেলের পক্ষ থেকে। রেলওয়ে কর্তা আরও জানান, জমি (Murshidabad News)অধিগ্রহণের পর ১০০ জমিদাতাদের দাবি ছিল কর্মসংস্থান। সেই দাবি মানা হলেও পরবর্তীতে কিছু জটিলতায় সেই সিদ্ধান্তে বদল আসে। আপাতত সেই দাবিকে মান্যতা দেওয়ার মতো রেলের কোনো পলিসি নেই । জমিদাতাদের বোঝানোর কাজ করবে জেলা প্রশাসন। নসিপুরে রেল লাইনের ধারে স্থানীয় বাসিন্দা নয়ন দাস বলেন, নসিপুর-আজিমগঞ্জ রেলসেতু চালু হলে মুর্শিদাবাদ জেলাবাসীর আর্থিক উন্নতি হবে।

পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে মর্যাদা লাভ করবে মুর্শিদাবাদমুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটির সম্পাদক বলেন, মুর্শিদাবাদ শহরে ভাগীরথীর দুই পারকে সেতু দিয়ে জুড়ে দেওয়া হলে পর্যটনের উন্নতি হবে"। এখন দেখার আদৌ উত্তর ভারতের সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ স্থাপনের গেটওয়ে হিসেবে আটকে থাকা আজিমগঞ্জ সেতুর জট কতদিনে খোলে।

নশিপুর রেল ব্রিজ চালু হলে উন্নয়ন হবে মুর্শিদাবাদ (Murshidabad News)জেলার। উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি দিল্লি সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সময় কমবে। অন্যদিকে, ব্যাবসায়িক দিক থেকে উন্নতি হবে। উন্নয়ন হবে পর্যটন শিল্পের। যদিও ২০২২ এও রেল ব্রিজের ওপর দিয়ে গড়াচ্ছে না রেলের চাকা। সেই ২০০৫ সালে মুর্শিদাবাদের সাথে শিয়ালদার সরাসরি যোগাযোগের জন্য রেল লাইন পাতা ও রেলব্রিজের কাজ শুরু হয়। ২০১০ সালে এই রেল ব্রিজ তৈরির কাজ শেষ হলেও জমি জটের কারণে আটকে থাকে প্রায় ৫০০ মিটার রেল লাইন পাতার কাজ।