ইডেনে বিশ্বকাপ বাধনে নেদারল্যান্ড -বাংলাদেশ

ইডেনে বিশ্বকাপ বাধনে নেদারল্যান্ড -বাংলাদেশ

দুর্গাপুজো মিটে গিয়েছে কয়েকদিন হল। তারপরেও শহরে পুজো ভাইবস। শুক্রবার রেডরোডে ছিল দুর্গা পুজো কার্নিভ্যাল। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। তাছাড়াও আজ শনিবার। আর শনিবার মানেই একটা উইকএন্ড মেজাজ চলে আসে শহরে। তারমধ্যে এখন তো আবার এমনিতেই চলছে পুজোর ছুটির আমেজ।  বিশ্বকাপ বোধনে নেদারল‌্যান্ডস-বাংলাদেশ (Netherlands-Bangladesh) খেলা দেখতে গিয়ে যদি এক বঙ্গসন্তানকে ডাচ পতাকা নিয়ে আবিষ্কার করেন, যদি দেখেন ভ‌্যান ডার মারউইদের ভাল পারফরম‌্যান্সে উল্লসিত হয়ে পড়তে, চমকাবেন না।

অবশ‌্য চমকে গেলে দোষেরও কিছু নেই। বিশ্বকাপের ইডেনে আর্জেন রবেনদের দেশের পতাকাবাহক যদি হন এক বঙ্গসন্তান, যিনি মহাসপ্তমী থেকে পড়ে রয়েছেন শহরে, নেদারল‌্যান্ডস বনাম বাংলাদেশ ম‌্যাচ দেখার অভিলাষে, চমকানোই স্বাভাবিক!তার উপর তিনি যদি আবার প্রাক্তন সিএবি সদস‌্যের পুত্র হন, তা হলে তো আরও! এ জিনিস যে দেখা যায় না রোজ, কালেভদ্রে ঘটে। আর ঘটে যখন, তখন তাকে ব‌্যতিক্রমী বলে!

বছর পঁয়ত্রিশের বঙ্গসন্তানের নাম– শাক‌্যব্রত দত্ত। নিবাস– গত ছ’বছর ধরে আমস্টারডাম। পিতার নাম–শিবব্রত দত্ত। সিএবি-র প্রাক্তন সদস‌্য যিনি।  কলকাতায় জন্মগ্রহণ করা এক বাঙালি, নেদারল‌্যান্ডসকে আপন করে নিয়ে, তাদের ক্রিকেটের টানে পড়ে রয়েছেন কলকাতায়, সচরাচর হয় কি? ‘‘আসলে নেদারল‌্যান্ডসে থাকতে থাকতে ওই দেশ, ওই দেশের খেলাধুলোকে ভালবেসে ফেলেছে। অবশ্য জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের কাজের প্রয়োজনে বাড়ি থেকে বের হতেই হবে। সেক্ষেত্রে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শহরের রাস্তাঘাট তথা যানজটের পরিস্থিতি কেমন থাকবে তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন।  

 

 রাজ্যের প্রধান শহর কলকাতা একটা বিষয় মনে রাখতে হবে, কলকাতা হল রাজ্যে প্রধান শহর। তাই সারা বছরই বিভিন্ন প্রয়োজনে বহু মানুষের যাতায়াত লেগেই থাকে কলকাতায়। কেউ আসেন পেশার প্রয়োজনে, কেউ চিকিৎসার জন্য, কেউ বা পড়াশোনার কাজে, তো কেউ আবার অন্য কোনও কাজে। তাই শহর কলকাতা সারাবছরই জমজমাট। 

 ইডেনে বিশ্বকাপের খেলা এদিকে আজ আবার ইডেন গার্ডেনসে রয়েছে ওয়ার্ল্ড কাপের খেলা। যদিও আজ অবশ্য সেখানে ভারতের খেলা নেই। এক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, বিশ্বকাপের খেলার জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা থাকছে। তাছাড়া আজ শহরে তেমন কোনও মিটিং মিছিল বা আপাতত পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর নেই।

 আজ কম মেট্রো চলবে শহর কলকাতার পরিবহণের অন্যতম মাধ্যম মেট্রো। পুজো-সহ বিভিন্ন বিশেষ দিনে মেট্রোর তরফে স্পেশ্যাল পরিষেবাও দেওয়া হয়। তবে আজ অবশ্য মেট্রোর তরফেও পরিষেবার সংখ্যা কমানো হয়েছে। এই কথা ইতিমধ্যে জানিয়েও দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো জানিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে ২৩৪টির পরিবর্তে ১৮৮টি পরিষেবা পাওয়া যাবে৷ এর মধ্যে আবার ১৬৪টি মেট্রো যাতায়াত করবে দক্ষিণেশ্বর থেকে।

 দিনের শেষ মেট্রোর সময় আজ রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য ছাড়বে শেষ মেট্রো (কোনও পরিবর্তন নেই) রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে ছাড়বে শেষ মেট্রো (সময় অপরিবর্তিত) রাত সাড়ে ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরর জন্য রওনা দেবে শেষ মেট্রো (সময়ে কোনও পরিবর্তন নেই) রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে রওনা দেবে শেষ মেট্রো (অপরিবর্তিত) তবে উত্তর-দক্ষিণ শাখার পরিষেবায় পরিবর্তন আনা হলেও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা অপরিবর্তিতই থাকবে বলেই জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।