ইংল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ইংল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড ( New Zealand)। এদিন সেমিফাইনালে ইংল‍্যান্ডকে ( England) ৫ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং জিমি নিশামের দাপটে উড়ে যায় ইয়ন মর্গ্যানের দল।  পেশাদার ক্রিকেটে বদলার কথা ক্রিকেটাররা প্রকাশ্যে বলেন না। কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটের সত্যিকারের দূত তো এ সব কখনোই বলেন না।

কিন্তু মাত্র দুই বছর আগে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার এখনও টাটকা নিউজিল্যান্ডবাসীর মনে।সেই হারের মধুর প্রতিশোধ নেওয়া হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে সে এমনই জয় যে, ইংরেজদের যদি জিজ্ঞাসা করা হয়, কত ব্যবধানে জিতেছেন আপনারা, জীবনেও তার উত্তর দিতে পারবেন না। কারণ টাই হয়ে যাওয়া ফাইনালে ইংল্যান্ড জিতেছিল বেশি বাউন্ডারি মারার জন্য।

ওরকম ভাবে হারতে হওয়ার দু' বছরের মাথায় তাই নিউজিল্যান্ডের বদলা নেওয়াটা একটু বেশিই মধুর। সে বারও নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন টস জিতেছিলেন। কিন্তু নিজেরা প্রথমে ব্যাট করেন। ৫০ ওভারে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪১ রান তোলে। হেনরি নিকোলস ৭৭ বলে ৫৫ রান করেন। টম লাথাম ৫৬ বলে ৪৭ রান করেন। ইংল্যান্ডের লিয়াম প্লাঙকেট এবং ক্রিস ওকস তিনটি করে উইকেট নেন।

প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে অর্ধশতরান মইন আলির। ৫১ রান করে অপরাজিত তিনি। ৪১ রান করেন মালান। ২৯ রান করেন জস ব‍াটলার। ৪ রান অধিনায়ক ইয়ন মর্গ‍্যানের। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সৌদি, মিলনে, সোদি, জিমি নিশাম।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং ড্যারিল মিচেলের। ৭২ রানে অপরাজিত তিনি। ৪৬ রান করেন কনওয়ে। উইলিয়ামসন করেন ৫ রান। ২৭ রান করেন নিশাম। ইংল‍্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ক্রিশ ওকস এবং লিভিংস্টোন। একটি উইকেট নেন আদিল রশিদ।