আর নয় অপেক্ষা, ঘুরে আসুন পাহাড়, লাগবে না আর কোনো কোভিড টেস্টের রিপোর্ট

আজ বাংলা: ভ্রমনপ্রেমীদের জন্য সুখবর। এবার খুলছে হিমালয়ও। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়।
মারণ কোভিডের কোপে পড়ে বন্ধ হয়েছিল পর্যটন। বাড়িতেই বন্দি জীবন কাটানো শুরু। চলতি বছর সিমলা কুলু মানালিতে গরমের ছুটিতে নজরে পড়ল না চেনা ছবি।
অন্যান্য বছর, গরমের ছুটি থেকে শুরু করে পুজোর ছুটি, টান টান উত্তেজনায় ভরপুর থাকা পাহাড় নিস্তব্ধ গত ছয় মাসে। নেই পর্যটকদের ভিড়, ব্যবসায় মন্দা, কোনও রকমের দিন গোনা।
তবে এখন ছন্দে ফিরছে সেই হিমাচল। জানা গিয়েছে, জুন মাসেই খুলে দেওয়া হয়েছিল হিমাচলের এক অংশ। কিন্তু সেখানে ছিল একাধিক শর্ত। লাগবে ইপাস। সঙ্গে থাকতে হবে কোভিড টেস্টের রিপোর্ট।
সেপ্টেম্বর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে হিমাচল সরকার। এবার হিমাচলে ঢুকতে গেলে আর প্রয়োজন নেই কোভিড টেস্টের। সিমলা ধর্মশালা ইতিমধ্যেই সেজে উঠেছে। খোলা হয়েছে হোটেলও।
এদিকে অক্টোবর মাস থেকেই শীতের আমেজ ধরা পড়ে ডালহৌসি থেকে শুরু করে মানালিতে।
অক্টোবরেই তাই খোলা হবে মানালি। চলছে জোর প্রস্তুতি। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে সব হোটেল খোলা হবে না। তবে অধিকাংশটাই খুলে দেওয়া হবে।