মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে ৩ জন গুলিবিদ্ধ , নিহত ১

উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গুলি। গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাম ও কংগ্রেস প্রার্থীরা চোপড়ায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। আচমকাই মিছিলের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ।
এতে ছত্রভঙ্গ হয়ে যান মনোনয়ন জমা দিতে যাওয়া বিরোধী প্রার্থীরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শেষ দিনেও একই ছবি।
১৪৪ ধারা অগ্রাহ্য করে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের ভিতরে কাতারে কাতারে তৃণমূল কর্মী। মনোনয়ন কেন্দ্রের দখল কার্যত শাসকদলের কর্মীদের হাতে। বিডিও অফিসের মেন গেট আটকে সিপিএম প্রার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা।
বাম প্রার্থীদের অনেককে মাঝপথেই ফিরে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরই মাঝে গাড়িতে চড়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গন্ডগোল শুরুর মিনিট পনেরো পর, ময়দানে নামে পুলিশ। অবৈধ জমায়েত হঠানোর চেষ্টা শুরু হয়।