হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু

হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু

হাওড়ায় Howrah ৬ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ পথদুর্ঘটনা। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে একটি সরকারি বাস। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। মহিলা-শিশু সহ আহত ১০ জন। জানা গিয়েছে প্রয়াত ব্যক্তির নাম মফিজুল হাজারি(৩০)। তিনি আরামবাগ খানাকুলের বাসিন্দা।  

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ছয় নম্বর জাতীয় সড়কের চামরাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  জানা যাচ্ছে, এদিন হুগলির দিক থেকে আসা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ শাখার যাত্রী বোঝাই বাস কলকাতার দিকে যাচ্ছিল। চামরাইলের কাছে একটি ডাম্পার আচমকা ব্রেক কষে। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা বাসটিও নিয়ন্ত্রণ হারায় এবং সজোরে ধাক্কা মারে ডাম্পারের পেছনে।

জানা গিয়েছে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মহিলা, শিশু সব বাসের বহু যাত্রী এই ঘটনায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। জানা যায়, তীব্র ঝাঁকুনি দিয়ে ধাক্কা মারে বাসটি। ফলে সামনের দিকে বসে থাকা যাত্রীরা বেশি আঘাত পেয়েছে বলে জানা গিয়েছে।  খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা।

আহতদের উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি আহতদের পৌঁছনো হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছনোর পর এক যাত্রীর মৃত্যু হয়। যদিও সরকারি তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আহতের সংখ্যা দশ এর বেশি। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে। বাসের যাত্রীদের অনেকেই অল্প বিস্তর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করা হচ্ছে।  কী ভাবে এই ঘটনা ঘটল? ঘটনার সময় বাসের গতিই বা কত ছিল?

ওই ডাম্পারের গতিবেগ বা চালক কোনওভাবে মদ্যপান করেছিল কিনা, সেই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কেন ডাম্পারটি আচমকা ব্রেক কষল দেখা হচ্ছে সেই বিষয়টিও। এদিকে, এই ঘটনায় জাতীয় সড়কের উপর তীব্র যানজট তৈরি হয়। আটকে পড়ে একাধিক গাড়ি। চরম হয়রানি পোহাতে হয় সাধারণ মানুষকে। এদিন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শেষ করে পুলিশ। এরপর যানজটও ধীরে ধীরে যানজট কাটানো হয়। আপাতত যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে।