নদীয়ায় আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের

নদীয়ার নবদ্বীপ ও কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দেপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির , নাম আজিবুল শেখ বয়স 22 । স্থানীয় সূত্রে জানা যায় বিষ্ণুপুর থেকে কৃষ্ণনগরে আসছিল ছাগল বিক্রি করতে । আজিবুল শেখ বছ 22সের এক যুবক রাস্তার একটি সাইট দিয়ে ।
আচমকা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ গ্রামীণ একটি লরি রং সাইড দিয়ে আচমকা তাকে ধাক্কা মারে এবং ধাক্কামারার পরে লরির পেছনের দুটি চাকা মাথার উপর দিয়ে চলে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্পিং করে অবৈধভাবে পুলিশ টাকা তোলে আর সেই টাকা বাঁচানোর জন্যই পণ্যবাহী গাড়ি গুলি গতিবেগ বাড়িয়ে ছুটতে থাকে আর তার ফলেই ঘটে দুর্ঘটনা ।
এই নিয়ে এলাকার সাধারণ মানুষ মৃতদেহ ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় । পরবর্তী সময় ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । যদিও ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে আটক করা হয়েছে ঘাতক লরি টিকে । গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ।