নদীয়ায় গোটা বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিটে মৃত্যু হল একজনের

গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিদ্যুৎপিষ্ট হয়ে আরো একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের নতুন বাজার এলাকায়। জানা যায় রবিবার সকাল 11 টা নাগাদ শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে মদন হালদার এর গোটা বাড়ি কোন কারনে শর্ট-সার্কিট হয়ে যায়।
এরপর বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়ে মদন হালদার সহ বেশ কয়েকজন, তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মদন হালদার কে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার এছাড়াও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
তবে কি কারণে গোটা বাড়ি শর্ট-সার্কিট হয়ে গেল তা এখনও পর্যন্ত পরিষ্কার জানা যায়নি যদিও বিদ্যুৎ অফিসের কর্মীরা শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণ নিয়ে খতিয়ে দেখছে গোটা বাড়ি। তবে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।