পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র: নদীয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র পলাশীপাড়া

পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র: নদীয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র পলাশীপাড়া

১৯৭৭ সালের আগে পলাশীপাড়া বিধানসভা নামে কোনো কেন্দ্র ছিলনা। এই বিধানসভার প্রথম সদস্য মাধবেন্দু মোহান্ত। ১৯৫১-১৯৭৬ এই এলাকাটি  নদীয়া জেলার তেহট্ট বিধানসভা কেন্দ্রের অধীন ছিল। ১৯৭৭-২০০৬ তেহট্ট বিধানসভার বদলে পলাশীপাড়া বিধানসভার ভেতরে তদানীন্তন তেহট্ট ও চাপড়া বিধানসভার কিয়দংশ অন্তর্ভুক্ত হয়। নির্বাচন কমিশনের এলাকা বিভাজনের ফল আবার ২০১১ সালের পর তেহট্ট বিধানসভার পূন জাগরণ হয়। বর্তমানে দুটি আলাদা বিধানসভা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আছে।

পলাশীপাড়া কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বামেদের মধ্যে জোর লড়াই হয়। যদিও শেষ হাসি হাসেন তৃণমূল প্রার্থী তাপস কুমার সাহা। ৮২ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের এস.এম. সাদিকে তিনি ৫৫৫৯ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এবারও শাসকদলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি বাম-কংগ্রেস জোট। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। মোট বুথ  ২৪৭

 

  আরও পড়ুন        নদিয়া বিধানসভা আসন  করিমপুর,   তেহট্ট,    পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া,    কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা  

পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০২১: পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র   
দল প্রার্থী ভোট % ±%
  তৃণমূল কংগ্রেস মানিক ভট্টাচার্য      
  বিজেপি   বিভাসচন্দ্র মণ্ডল      
  সিপিএম এস এম সাদি      
নির্দল বিজয় দত্ত
  নির্দল  রমেশ বর্মন      
ভোটার উপস্থিতি      

২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র

প্রার্থীর নাম দল স্তর ভোট ভোটের হার % ব্যবধান
তাপস কুমার সাহা তৃণমূল বিজয়ী 82,127 84.00% 5,559
এস.এম.সাদি সিপিএম বিজিত 76,568 84.00%
বিভাসচন্দ্র মণ্ডল বিজেপি 3rd 14,028 84.00%
Monoj Ray এসএইচএস 4th 3,117 84.00%
Batshobha Sekh এসইউসিআই 5th 2,571 84.00%
None Of The Above নোটা 6th 1,990 84.00%
Dwijen Biswas বিএসপি 7th 1,576 84.00%
F.r. Sekh এসডিপিআই 8th 583 84.00%

২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল

দল প্রার্থী প্রাপ্ত ভোট
সিপিএম এস এম সাদি ৭৩৬১৯
তৃণমূল মাণিক ভট্টাচার্য ৭১৯৬৭
বিজেপি অর্জুন কুমার বিশ্বাস ৮১৪৫
বিএসপি রতিকান্ত ঠাকুর ২৪৮০

বিধানসভা সদস্য 

নির্বাচন বছর বিধায়ক দল
১৯৭৭ মাধবেন্দু মোহান্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৮২ মাধবেন্দু মোহান্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
১৯৮৭ মাধবেন্দু মোহান্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
১৯৯১ কমলেন্দু সান্যাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯৬ কমলেন্দু সান্যাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০০১ কমলেন্দু সান্যাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০০৬ বিশ্বনাথ ঘোষ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০১১ এস এম সাদি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০১৬ তাপস সাহা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 

  আরও পড়ুন        নদিয়া বিধানসভা আসন  করিমপুর,   তেহট্ট,    পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া,    কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা